Advertisment

র‌্যাঙ্কিংয়ের মগডালেই নাদাল-হালেপ

টেনিসে পুরুষ ও মহিলা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন রাফায়েল নাদাল ও সিমোনা হালেপ। সোমবার অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস (এটিপি) যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে সেখানে স্পেনের রাজপুত্র নাদাল রয়েছেন এক নম্বরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rafael Nadal and Simona Halep

রাফায়েল নাদাল ও সিমোনা হালেপ (ছবি-টুইটার)

টেনিসে পুরুষ ও মহিলা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন রাফায়েল নাদাল ও সিমোনা হালেপ। সোমবার অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস (এটিপি) যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে সেখানে স্পেনের রাজপুত্র নাদাল রয়েছেন এক নম্বরে। ৭৬৬০ পয়েন্ট তাঁর ঝুলিতে। দু’নম্বরে সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ। টানা দু’সপ্তাহ তিন নম্বরেই আছেন সুইস সম্রাট রজার ফেডেরার। তারপরেই আর্জেন্তিনার জুয়ান ডেল পোর্টো জার্মানির আলেক্সান্ডার জেরেভ।

Advertisment

এটিপি  র‌্যাঙ্কিংয়ের প্রথম দশ খেলোয়াড় ও তাঁদের পয়েন্ট

১) রাফায়েল নাদাল (স্পেন) ৭৬৬০ পয়েন্ট

২) নোভাক জকোভিচ (সার্বিয়া) ৭৪৪৫ পয়েন্ট

৩) রজার ফেডেরার (সুইজারল্যান্ড) ৬২৬০ পয়েন্ট

৪) জুয়ান ডেল পোর্টো (আর্জেন্তিনা) ৫৭৬০ পয়েন্ট

৫) আলেক্সান্ডার জেরেভ (জার্মানি) ৫০২৫ পয়েন্ট

৬) মারিন চিলিচ (ক্রোয়েশিয়া) ৪১৮৫ পয়েন্ট

৭) ডমিনিক থিয়েম (অস্ট্রিয়া) ৩৮২৫ পয়েন্ট

৮) কেভিন অ্যান্ডারসন (দক্ষিণ আফ্রিকা) ৩৭৩০ পয়েন্ট

৯) জন ইসনার (ইউএসএ) ৩৩৮০ পয়েন্ট

১০) গ্রিগর দিমিত্রভ (বুলগেরিয়া) ৩৩৩৫ পয়েন্ট

অন্যদিকে উইমেন’স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) যে ক্রমতালিকা দিয়েছে সেখানে একেই সিমোনা হালেপ। পিঠের ব্যাথার জন্য ডব্লিউটিএ ফাইনালস খেলতে পারেননি হালেপ। তবুও র‌্যাঙ্কিংয়ে কোনও প্রভাব পড়েনি। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির থেকে জার্মানির অ্যাঞ্জেলিক কের্বার দু’নম্বর স্থানটা ছিনিয়ে নিয়েছেন। জাপানের নাওমি ওসাকা রয়ে গিয়েছেন চার নম্বরে। পাঁচে চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা।

আরও পড়ুন: সেরেনার ক্যাটস্যুট নিষিদ্ধ টেনিস কোর্টে, কিন্তু কীভাবে উঠে এল এই পোশাক?

ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের প্রথম দশ খেলোয়াড় ও তাঁদের পয়েন্ট

১) সিমোনা হালেপ (রোমানিয়া) ৬৯২১ পয়েন্ট

২) অ্যাঞ্জেলিক কের্বার (জার্মানি) ৫৩৭৫ পয়েন্ট

৩) ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৫০৮৬ পয়েন্ট

৪) নাওমি ওসাকা (জাপান) ৪৭৪০ পয়েন্ট

৫) পেত্রা কিতোভা (চেক প্রজাতন্ত্র) ৪২৫৫ পয়েন্ট

৬) সোলানে স্টিফেন্স (ইউএসএ) ৩৯৪৩ পয়েন্ট

৭) এলিনা স্ভিতোলিনা (ইউক্রেন) ৩৮৫০ পয়েন্ট

৮) ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৩৮৪০ পয়েন্ট

৯) কিকি বার্টেন্স (নেদারল্যান্ডস) ৩৭১০ পয়েন্ট

১০) ডারিয়া কাসাতকিনা (রাশিয়া) ৩৩১৫ পয়েন্ট

Advertisment