MS Dhoni Finally Breaks Silence on Retirement Speculation: “Why the Same Question Every Time?”: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন। এখন খেলছেন চেন্নাই সুপার কিংসের হয় আইপিএল। কিন্তু, তিনি মানে ৪৩-এর ধোনি কবে অবসর নেবেন, তা জানতে অনেকেই যেন বেশি ব্যস্ত! ধোনি নিজে বলেছেন, তাঁর দল চেন্নাই সুপার কিংসের কর্তারা জানিয়ে দিয়েছেন যে তিনি চাইলে যতদিন খুশি খেলতে পারেন। এবারের আইপিএলে ধোনির তাঁর দুর্দান্ত রিফ্লেক্সের মাধ্যমে উইকেটকিপিং করে প্রশংসাও কুড়িয়েছেন। দুর্দান্ত সব আউট করেছেন। তারপরও মাঝে মধ্যেই জল্পনার ঝড় উঠছে তিনি কবে অবসর নেবেন। যেন বিষয়টা নিয়ে ধোনির কোনও হুঁশ নেই। আর, পাড়াপড়শির ঘুম নেই!
এরমধ্যেই ধোনির মা-বাবা, সন্তান-সহ পরিবারের লোকজন তাঁর খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন। ব্যাস্! অমনি জল্পনা তুঙ্গে তুলে দিলেন অনেকে। যাঁদের মধ্যে বেশ কিছু প্রাক্তন খেলোয়াড়ও আছেন। ধোনির চেন্নাইয়ের কোচ ফ্লেমিং বিদেশি। তিনিও যেন চান, ধোনি মানে মানে বিদায় নিন। ফ্লেমিং বলেছেন, ধোনি এখন আর আগের মত ফিট নেই। যদিও মাঠে সেটা বোঝেননি কোনও দর্শক। তবে, যাইহোক কোচ বলে কথা। যথারীতি জল্পনা ছড়িয়েছে ধোনির অবসর নিয়ে। এবার সেসব দেখেই তাই বাধ্য হয়ে ধোনি মুখ খুললেন তাঁর অবসর নিয়ে।
সিএসকের প্রাক্তন অধিনায়ক কনটেন্ট ক্রিয়েটর রাজ শামানির পডকাস্টে বলেছেন, 'অবসর নিয়ে এখনই ভাবছি না। এখনও আইপিএল তো খেলছিই। অবসরের জল্পনাটাকে খুব হালকাভাবেই নিচ্ছি। আমি এখন শুধু আইপিএলটাই খেলি। বয়স আপাতত ৪৩। ২০২৫-এর আইপিএল শেষ হতে হতে বয়স ৪৪ হয়ে যাবে। তারপর হাতে আরও ১০ মাস সময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। খেলব কি, না খেলা ছেড়ে দেব, সেটা শরীরের ওপর নির্ভর করবে। আমি আলাদা করে কোনও সিদ্ধান্ত নেব না। তাছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে এখনও একটা বছর সময় তো আছেই।'
আরও পড়ুন- যেসব কারণে ঘরের মাঠে বড় রান করতে ব্যর্থ হল সানরাইজার্স হায়দরাবাদ! জেনে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে
ধোনি বলেছেন, 'আমি এখন আইপিএলটাকে উপভোগ করছি। ছোটবেলায় স্কুলে থাকার সময় যেভাবে ক্রিকেট খেলতাম। এখনও ঠিক সেভাবেই খেলছি। সেই সময় রোজ কলোনির মাঠে গিয়ে খেলতাম। বিকেল ৪টা হলেই খেলা শুরু হয়ে যেত। আর, আবহাওয়া খারাপ থাকলে ফুটবল খেলতাম। এখন সেই আনন্দটাই ফিরে পাওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা কঠিন, তবুও চেষ্টা করছি।'