‘The IPL has brought out a winning mentality in all our players,’ says RCB batting coach and mentor Dinesh Karthik: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক ভারতীয় ক্রিকেটের অগ্রগতির পিছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বড় ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন। আরসিবির ব্যাটিং কোচ ও পরামর্শদাতা কার্তিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, 'আইপিএল আমাদের খেলোয়াড়দের মধ্যে জেতার মানসিকতা তৈরি করে দিয়েছে। ঢালাও অর্থ এবং বিভিন্ন দলের আর্থিক ক্ষমতায় পরিকাঠামোতে ব্যাপক বিনিয়োগ হয়েছে। যখন পরিকাঠামোর উন্নতি হয়, তখন খেলার গুণগত মানও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।'
তিনি আরও বলেন, 'এটা নিঃসন্দেহ যে, আইপিএল ভারতীয় ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এখন ভারত চাইলে একসঙ্গে দুই থেকে তিনটি দল বানাতে পারে আর সেই সব দল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারে। বর্তমানে, ভারত অত্যন্ত ভালো জায়গায় আছে। বহু দক্ষ খেলোয়াড় রয়েছে এই দলে।'
তিনি যখন দিল্লি ক্যাপিটালসে ছিলেন, সেই সময় গ্লেন ম্যাকগ্রাথও সেই দলে ছিলেন। নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন কার্তিক। তিনি বলেন, 'আমার কাছে, তখনকার অস্ট্রেলিয়ান দল ছিল আদর্শ। ওদের সঙ্গে খেলা মানে এক বিরাট ধাক্কা। ওরা যেন একটি নেকড়ের পালের মত। প্রতিটি ম্যাচই জেতার জন্য মরিয়া চেষ্টা চালাত ওরা। সেই দলের গ্লেন ম্যাকগ্রাকে কিন্তু আমি আইপিএলের প্রথম বছরেই, কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সময় কাটানোর সুযোগ পেয়েছি। ওঁর সঙ্গে অনুশীলন করেছি। এর ফলে, ওঁকে জানতে আমার খুব সুবিধা হয়েছে। আমার আত্মবিশ্বাস বেড়েছে। এই আত্মবিশ্বাস আমার মধ্যে সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা গড়ে তুলেছে।'
আরও পড়ুন- হুমকি ফোন পেয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে বোমা ফাটালেন বরুণ
ভারত ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত টি২০ বিশ্বকাপ জিতে ১৩ বছরের ট্রফি খরা কাটিয়েছে। পাশাপাশি, সম্প্রতি টিম ইন্ডিয়া ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে। এসবের আগে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেছে।
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। কার্তিকের দলও সেখানে খেলবে। আরসিবি এবারের আইপিএলে ভালো ফলাফল করতে মরিয়া। ব্যাটিং কোচ হিসেবে কার্তিক তাঁর দলকে কতটা সাফল্য এনে দিতে পারেন, এখন সেদিকে তাকিয়ে আরসিবি সমর্থকরা।