Varun Chakarvarthy: হুমকি ফোন পেয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে বোমা ফাটালেন বরুণ

Varun Chakarvarthy recalls receiving threat calls after the 2021 T20 World Cup but bounces back with a stellar performance in Champions Trophy 2025. Read more. ২০২১ টি-২০ বিশ্বকাপের পর হুমকি ফোন পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর বরুণ এখন সংবাদ শিরোনামে।

Varun Chakarvarthy recalls receiving threat calls after the 2021 T20 World Cup but bounces back with a stellar performance in Champions Trophy 2025. Read more. ২০২১ টি-২০ বিশ্বকাপের পর হুমকি ফোন পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর বরুণ এখন সংবাদ শিরোনামে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Varun Chakarvarthy: বরুণ চক্রবর্তী

Varun Chakarvarthy: বরুণ চক্রবর্তী। (ছবি- টিম ইন্ডিয়া)

Varun Chakarvarthy Opens Up About 2021 WC Threat Calls & Champions Trophy Success: ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তী সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স করে এখন সংবাদ শিরোনামে। এবার অতীত নিয়ে মুখ খুললেন এই রহস্যময় স্পিনার। জানালেন, তিনি এক কঠিন সময় পেরিয়ে এসেছেন। 

Advertisment

২০২১ বিশ্বকাপের পর হুমকির সম্মুখীন হন ভরুণ

২০২১ টি-২০ বিশ্বকাপে দুবাইতে ভারতীয় দলে অভিষেক হওয়ার পর বরুণের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি এবং ভারত সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল।

এই প্রসঙ্গে বরুণ বলেন, 'বিশ্বকাপের পর আমাকে হুমকি ফোন করা হয়েছিল। বলা হয়েছিল, ভারতে এস না। চেষ্টা করলেও পারবে না। এমনকী, কিছু লোক আমার বাড়িতেও চলে এসেছিল, আমাকে ফলো করেছিল— কখনও কখনও আমাকে লুকিয়েও থাকতে হয়েছে।'

Advertisment

বরুণ আরও বলেন, 'যখন আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম, তখন কয়েকজন বাইকে আমাকে অনুসরণ করেছিল। এরকম হয়েই থাকে। আমি বুঝতে পারি যে, ভক্তরা আবেগপ্রবণ।'

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত কামব্যাক

তবে সেই কঠিন সময়ের পর, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ অসাধারণ পারফরম্যান্স করেছেন এই ভারতীয় স্পিনার। চারটি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন, যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট পেয়েছেন তিনি। এককথায়, দারুণ বল করেছেন। সেই বরুণ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি আমার মধ্যে বিশাল আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। মাত্র চারটি ম্যাচ খেলেই ভালো পারফর্ম করতে পেরেছি। এতে মনে হয়েছে যে আমি এই পর্যায়ের জন্য প্রস্তুত। তবে আমি এতটা সাফল্য আশা করিনি।'

আরও পড়ুন- হাঁটুর অস্ত্রোপচার! ভারতের বিরুদ্ধে সিরিজ থেকেই ছিটকে গেলেন আন্তর্জাতিক তারকা

অপ্রত্যাশিতভাবে ওয়ানডে দলে সুযোগ

সম্প্রতি টি-২০ সিরিজের ফাইনাল খেলার পর বরুণ ধরে নিয়েছিলেন যে তাঁকে এবার চেন্নাই ফিরে যেতে হবে। তিনি বলেন, 'আমি চেন্নাই ফেরার টিকিটও কেটে ফেলেছিলাম। কিন্তু পরের দিন সকালে জানানো হয়, আমাকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে এবং নাগপুরে যেতে হবে। আমি অবাক হয়েছিলাম। কিছুটা অপ্রস্তুতও হয়ে গিয়েছিলাম। কারণ আমার সঙ্গে ওয়ানডে সিরিজের জন্য কোনও জামাকাপড়ই ছিল না। শেষ পর্যন্ত, আমার পরিবারকে নাগপুরে আমার ব্যবহারের জন্য জামাকাপড় পাঠাতে বলি।' আসন্ন আইপিএলে বরুণ তাঁর পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। এই দলের হয়ে খেলেই তিনি গতবছর দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কেকেআরও আইপিএল জিতেছে গতবছর।

cricket Team India Team-India Cricket News Varun Chakaravarthy Indian Cricket Team