/indian-express-bangla/media/media_files/2025/02/27/wBNmkXZRFs86wtlzFQBd.jpg)
The Sports Ministry's ‘Special Capacity Building Course’: ক্রীড়া মন্ত্রক 'বিশেষ সক্ষমতা উন্নয়ন কোর্স' চালু করেছে। (ছবি: এনআইএস)
The Sports Ministry's ‘Special Capacity Building Course’: ক্রীড়া মন্ত্রক অ্যাথলিটদের উন্নতির জন্য নতুন কোর্স চালু করল। এই কোর্স করে অ্যাথলিটরা কোচিং করাতে পারবেন। কোর্সের নাম দেওয়া হয়েছে, ‘স্পেশাল ক্যাপাসিটি বিল্ডিং কোর্স’। আধুনিক কোচিং, ক্রীড়া বিজ্ঞান, যোগাসন এবং নেতৃত্বদানের মত বিষয়গুলো এই কোর্সের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখভাই মাণ্ডব্য বলেন, 'আমি দেশে ভালো মানের কোচের অভাব দেখতে পাচ্ছি। এই কোর্সটি সেই প্রাক্তন ভারতীয় ক্রীড়াবিদদের জন্য উপযোগী, যাঁরা বর্তমানে সরকারি সংস্থার বিভিন্ন দফতর বা প্রশাসনিক কাজে যুক্ত। আমরা তাঁদের শুধু কোচ হিসেবে নয়, রেফারি এবং টেকনিক্যাল অফিসার হিসেবেও গড়ে তুলতে পারি। এই প্রশিক্ষণ পাটিয়ালার এনআইএস (NIS) বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসের বিশেষজ্ঞদের মাধ্যমে দেওয়া হবে।'
পুলেল্লা গোপিচাঁদের মত
প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ও বিখ্যাত ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ সম্প্রতি The Indian Express-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ক্রীড়া কোটায় সরকারি চাকরি পাওয়া অনেক অ্যাথলিটকেই কর্মস্থলে যথাযথ সম্মান দেওয়া হয় না। তাঁদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রসঙ্গে গোপীচাঁদ বলেন, 'শিক্ষা ও ক্রীড়া একসঙ্গে চালাতে হবে এবং অ্যাথলিটদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি যথাযথ দক্ষতা অর্জন না করি, তাহলে কর্পোরেট ও অফিসের কাজে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। আমি অনেক মেধাবী ও সফল ক্রীড়াবিদদের চিনি, কিন্তু তাঁদেরকে বড় কোনও সরকারি বা বেসরকারি কাজে নিয়োগ করা যাবে না।'
কোর্সের বিবরণ ও যোগ্যতা
এই কোর্সটি বর্তমান ও প্রাক্তন অভিজাত ক্রীড়াবিদদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা বর্তমানে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোয় (PSU) কর্মরত।
কে আবেদন করতে পারবেন?
✅ অলিম্পিক, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে পদকজয়ী বা অংশগ্রহণকারী অ্যাথলিট।
✅ জাতীয় গেমসে পদক জয়ী, জাতীয় চ্যাম্পিয়ন, যুব অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ীরা।
কোর্সের কাঠামো
✅ চারটি স্তর:
1️⃣ ফাউন্ডেশন
2️⃣ প্রি-ইন্টারমিডিয়েট
3️⃣ ইন্টারমিডিয়েট
4️⃣ অ্যাডভান্সড সার্টিফিকেট
✅ প্রতিটি স্তর দুই বছরে শেষ করা যাবে এবং এতে হাইব্রিড (অনলাইন ও অফলাইন) পাঠ্যক্রম থাকবে।
✅ প্রতিটি স্তরে ১০ ক্রেডিট, সর্বমোট ৪০ ক্রেডিট মার্কস থাকবে।
✅ প্রশিক্ষণের অংশ হিসেবে আন্তর্জাতিক সফরের মাধ্যমে বিদেশি বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ থাকবে।
আরও পড়ুন- আইএসএল: ওড়িশার প্লে অফে ওঠার স্বপ্ন ভেঙেচুরে দিতে মরিয়া মহামেডান স্পোর্টিং
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু:
📌 আধুনিক কোচিং কৌশল
📌 ক্রীড়া বিজ্ঞান
📌 যোগাসন
📌 নেতৃত্ব দেওয়ার দক্ষতার উন্নয়ন
এই কোর্সের লক্ষ্য অ্যাথলিটদের পেশাদার দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের ক্রীড়া জগতের বিভিন্ন পেশায় আরও দক্ষ করে তোলা।