Advertisment

ব্যাক-টু-ব্যাক ক্লাসিকো হারে একাধিক লজ্জার রেকর্ড রিয়ালের

বার্সার বিরুদ্ধে রিয়াল নিজেদের ঘরের মাঠে গত চারটি ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি। মেসির ক্লাব প্রথম দল হিসেবে বার্নাব্যুতে টানা চার ম্যাচ জিতল।

author-image
IE Bangla Web Desk
New Update
The unwanted records set by Real Madrid after their recent el classico loss to FC Barcelona

গোলের পর মেসির সঙ্গে র‌্যাকিটিচ (ছবি-টুইটার/উয়েফা)

ব্যাক-টু-ব্যাক 'এল ক্লাসিকো'তে হারল রিয়াল মাদ্রিদ। তাও আবার তিন দিনের ব্যবধানে নিজেদের ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতেই। গত বৃহস্পতিবার কোপা দেল রে'র শেষ চারের দ্বিতীয় লেগে রিয়ালকে তিন গোলের মালা পরিয়েছিল বার্সা। এরপর শনিবার রাতে লা লিগাতেও শেষ হাসি হাসল লিও মেসি অ্যান্ড কোং। ইভান র‌্যাকিটিচের একমাত্র গোলে বার্সা ১-০ গোলে রিয়ালকে তাদের মাঠেই হারাল। বলাই বাহুল্য এই ম্যাচের পর তৈরি হলো একাধিক রেকর্ড। তুলে ধরা হলো এই প্রতিদিনে। 

Advertisment

১) লা লিগাতেই চোখ রাখা যাক। বার্সার বিরুদ্ধে রিয়াল নিজেদের ঘরের মাঠে গত চারটি ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি। মেসির ক্লাব প্রথম দল হিসেবে বার্নাব্যুতে টানা চার ম্যাচ জিতল। এই টুর্নামেন্টে নয়া ইতিহাস লিখল আর্নেস্তো ভালভার্দের শিষ্য়রা।

আরও পড়ুন: ট্রিক শটে মেসি ম্যাজিক, আচ্ছন্ন নেট দুনিয়া

২) ক্লাসিকোর সর্বকালের জয়ের পরিসংখ্যানেও মাত করল বার্সা। রিয়ালকে পিছনে ফেলে দিল তারা। বার্সার ঝুলিতে চলে এল ৯৬টি জয়। রিয়াল দাঁড়িয়ে ৯৫-তে। ৮৮ বছরের এই চির প্রতিদ্বন্দ্বিতায় ৫১বার ড্র করেছে দুই দল।

৩) ২০১৪ থেকে এখনও পর্যন্ত বার্নাব্যুতে বার্সার বিরুদ্ধে একটিও লিগের ম্যাচ জেতেনি রিয়াল। শেষবার ২০১৬-তে ন্যু ক্যাম্পে জিতেছিল রিয়াল। লজ্জার পরিসংখ্যানেই নাম লেখাল রিয়াল।

৪) বার্নাব্যুতে গত তিনটি ক্লাসিকোর একটিতেও রিয়াল গোল করতে পারেনি। অন্যদিকে বার্সা সাত গোল করেছে শেষ তিন ম্যাচে। এটা থেকে প্রমাণিত হয় মেসিদের পয়মন্ত মাঠ হয়ে উঠেছে বার্নাব্যু।


৫) রিয়াল মাদ্রিদের বিশ্বস্ত যোদ্ধা সের্জিও র‌্যামোস একটি লজ্জার রেকর্ড করলেন। এই মুহূর্তে তিনিই সবচেয়ে বেশি ক্লাসিকো হারা ফুটবলার। ২০ বার হারের মুখ দেখেছেন তিনি।  

৬) এবারের মতো আর লা-লিগা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল রিয়ালের। পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বুঝে নেওয়া যাবে যে কোনও অঘটন না-ঘটলে ফের একবার স্পেনেরে সেরা দলের পালক যুক্ত হতে চলেছে মেসিদের মুকুটে। ২৬ ম্য়াচে ৬০ পয়েন্টের সৌজন্য়ে লিগের ফার্স্ট বয় বার্সা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের (২৫ ম্যাচে ৫০) থেকে ১০ পয়েন্টে এগিয়ে গেল তারা। ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল দাঁড়িয়ে তিন নম্বরে।

Advertisment