সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিরক্ত করে ছেড়েছিলেন দীনেশ কার্তিক। প্রকাশ্যে এল সেই গল্প। যা নিয়ে আপাতত সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। আপাতত জাতীয় দল থেকে বাদ পড়েছেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। তারপরেই দীনেশ কার্তিককে ছেঁটে ফেলা হয়েছে জাতীয় দল থেকে। ধোনির সঙ্গে একপ্রকার ব্রাত্য করে দেওয়া হয়েছে তাঁকেও। তবে পুরনো ঘটনা প্রকাশ্যে এনে ফের একবার সংবাদমাধ্যমের শিরোনামে কার্তিক।
সম্প্রতি গৌরবের কাপূরের 'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন' শো-এ হাজির হয়েছিলেন কার্তিক। সেখানেই পুরনো দিনের কথা শেয়ার করেছেন তিনি। দীনেশ কার্তিকের সঙ্গে সেই চ্যাট শো-এ ছিলেন রোহিত শর্মাও। রোহিতই গৌরব কাপূরকে জিজ্ঞাসা করতে বলেন, অভিষেক সফরে কার্তিক কী কীর্তি ঘটিয়েছিলেন? তারপরেই মজার ঘটনা প্রকাশ্যে আনেন কার্তিক।
Dinesh Karthik made his ODI debut all the way back in 2004.
Today, 15 years later, he finally makes his first @cricketworldcup appearance.#CWC19 | #BANvENG pic.twitter.com/RtwAdAcHfm
— ICC (@ICC) July 2, 2019
আরও পড়ুন বোর্ডের চুক্তি লঙ্ঘন করার অভিযোগে বিদ্ধ কার্তিক, চিঠিতে ক্ষমাপ্রার্থনা তারকার
২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘটনা। ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে ঘটনাটি ঘটে। সেই সময় কার্তিক স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে ছিলেন না। সেই সময় পরিবর্ত ক্রিকেটার হিসেবে মাঠে জল নিয়ে যেতেন সতীর্থদের জন্য। প্রতিবার উইকেট পড়লেই কার্তিক জল নিয়ে যাচ্ছিলেন। এমনই একবার জল নিয়ে যাওয়ার সময় ভারসাম্য রাখতে না পেরে সরাসরি সৌরভকে ধাক্কা মেরে বসেছিলেন।
Throwback to our Champion recalling this hilarious moment on the field!#ThrowbackThursday #DineshKarthik #SouravGanguly #RohitSharma #Cricket @DineshKarthik @gauravkapur pic.twitter.com/jDoQSYRnL3
— Oaktree Sports (@OaktreeSport) September 19, 2019
এতেই প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন সৌরভ। তরুণ কার্তিকের দিকে তাকিয়ে সৌরভ চিৎকার করে উঠেছিলেন, "আরে এটা কে রে! এমন লোকদের কোথায় কোথায় থেকে ধরে নিয়ে আসে রে!" যুবরাজ সিংও সেই সময় জাতীয় দলের প্রথম একাদশের নিয়মিত তারকা ছিলেন। সেই ঘটনা স্মরণ করে যুবরাজ অবশ্য টুইটারে কার্তিকের বিবৃতি সামান্য পাল্টে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, সৌরভ বিরক্তি সহকারে ঠিক কী বলেছিল!
আরও পড়ুন ‘আপনি ধোনি নন’, টুইটারে সমালোচনায় বিদ্ধ কার্তিক
"দাদা পাকিস্তান ম্যাচে চরম টেনশনের সময় ঠিকঠাক যেটা বলেছিল, সেটা হল, এই পাগলটা কে রে? কোথা থেকে ধরে নিয়ে আসে এদের!" বলছেন যুবরাজ।
সেই ম্যাচে অবশ্য ভারত জিততে পারেনি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তান টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিল। প্রবল ব্যাটিং বিপর্যয়ের মধ্যে রাহুল দ্রাবিড় এবং অজিত আগারকারের লড়াকু ইনিংসের সৌজন্যে স্কোরবোর্ডে কোনওরকমে ২০০ তুলেছিল। ২০১ রান তাড়া করতে নেমে ভারতের হয়ে শুরুটা দারুণ করেছিলে ইরফান পাঠান। ইয়াসির হামিদ, ইমরান ফারহাত এবং শোয়েব মালিককে ফিরিয়ে দিয়ে পাঠান জয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন। তবে মহম্মদ ইউসুফ একা কুম্ভ হয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৩ উইকেট জয় পায় ভারত।
Read the full article in ENGLISH