/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Thisara-Perera-overhauls-MS-Dhoni-1.jpg)
পেরেরার ব্যাটে ভাঙল ধোনির রেকর্ড (ছবি-টুইটার)
শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরার আগুনে ব্যাটিং অব্যাহত। শনিবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান-ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেললেন দুরন্ত ইনিংস। ৭৪ বলে ১৪০ রান করলেন তিনি। যদিও তাঁর ব্যাটে মুখরক্ষা হল না শ্রীলঙ্কার। টেস্টের পর ওয়ান-ডে সিরিজও খোয়াতে হল তাদের। নিউজিল্যান্ড ২১ রানে জিতে ম্যাচ ও সিরিজ (২-০) ছিনিয়ে নেয়। কিন্তু এদিন পেরেরার ব্যাটে ভাঙল মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।
মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছিল। জবাবে দ্বীপরাষ্ট্রের টপ ও মিডল অর্ডার সেভাবে দাঁড়াতে পারেনি। সাত নম্বরে ব্যাট করতে নেমে জাত চেনান পেরেরা। তাঁর লড়াকু ১৪০ রানের ইনিংস লিখল নতুন ইতিহাস। সাত বা তাঁর নিচে ব্যাট করতে নামা কোনও ব্যাটসম্যানের পক্ষে এটাই ওয়ান-ডে ফর্ম্যাটে তৃতীয় সর্বোচ্চ স্কোর। মহেন্দ্র সিং ধোনি ২০০৭ সালে চেন্নাইয়ে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে ১৩৯ করেছিলেন। পেরেরা তাঁকেই ছাপিয়ে গেলেন। তালিকায় সবার ওপরে রয়েছেন লুক রঞ্চি (১৭০)। তারপর মার্কাস স্টোইনিস (১৪৬)। তিনে পেরেরা ও চারে ধোনি।
আরও পড়ুন: শতরানেই প্রত্যাবর্তন গাপটিলের, ধোনি-রোহিতকে ছাপিয়ে দ্রুততম ৬০০০ তাঁর
VICTORY! But it didn't come without a few nervous moments! Thisara Perera blasting an amazing 140 off just 74 balls! NZ win by 21 runs and claim the series! #NZvSLpic.twitter.com/IEBNyIPGee
— BLACKCAPS (@BLACKCAPS) January 5, 2019
এদিন পেরেরা আরও একটি রেকর্ড ভেঙেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩টি ছক্কা। শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যান এর আগে ওয়ান-ডে ম্যাচে এতগুলো ছয় মারেননি। পেরেরা টপকে গেলেন সেদেশের কিংবদন্তি ব্যাটসম্যান সনৎ জয়সূর্যকে। প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়ক ১৯৯৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১১টি ছয় মেরেছিলেন এক ম্যাচে। পেরেরা জানিয়েছেন যে, তিনি শেষ আট-ন’বছর ধরে আট নম্বরে ব্যাট করে আসছেন। সাত নম্বরে ব্যাট করতে পারার জন্য় কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ব্যাটিং নিয়েও কঠোর পরিশ্রম করছেন বলে মত তাঁর।