Varma breaks world record: টি২০ ক্রিকেটে অপরাজিত থেকে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড ভাঙলেন তিলক ভার্মা। ভারতের হয়ে শেষ ৪টি টি২০ ম্যাচে তিলক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৭ এবং ১২০ রান আর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ এবং ৭২ রান করেছেন। তরুণ এই ভারতীয় ব্যাটসম্যান বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। ২২ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে ভারতের হয়ে অপরাজিত ৭২ রান করেছেন। চেন্নাইয়ে ক্রিজে থাকাকালীন, তিলক ৫৫ বলে ৪টি চার এবং ৫টি ছক্কা মারেন। ব্যাট হাতে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, এই বাঁহাতি ব্যাটসম্যান 'প্লেয়ার অফ দ্য ম্যাচ'-এর পুরস্কারও জিতেছেন।
২০২৩ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে টি২০-তে অভিষেক হয় তিলক ভার্মার। শনিবার ২য় টি২০-তে ৭২ রানের ইনিংস তিলককে টি২০-তে রেকর্ড গড়তে সাহায্য করেছে। হায়দরাবাদের এই ক্রিকেটার বিশ্বের প্রথম পূর্ণ সদস্য দেশের খেলোয়াড় হিসেবে অপরাজিত থেকে টি২০-তে ৩০০ প্লাস রান করলেন। ভারতের হয়ে তাঁর শেষ চারটি টি২০ ইনিংসে তিলক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৬ বলে করেছেন ১০৭ রান, ৪৭ বলে করেছেন ১২০ রান, ইংল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত করেছেন ১৯ এবং অপরাজিত ৭২ রান।
টি২০-তে তাঁর মোট ৩১৮ রান যে কোনও ব্যাটসম্যানের দুটি ম্যাচে আউট হওয়া পর্যন্ত করা রানের চেয়েও বেশি। তিলক নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানের ২৭১ রানের রেকর্ড ভেঙেছেন। চ্যাপম্যান ৫টি ম্যাচে অপরাজিত- ৬৫*, ১৬*, ৭১*, ১০৪* এবং ১৫ রান করেছিলেন। টি২০-তে কোনও ক্রিকেটারের দুটি আউটের মধ্যে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের তালিকায়, তিলক আর চ্যাপম্যানের পরেই আছেন- অ্যারন ফিঞ্চ (২৪০), শ্রেয়স আইয়ার (২৪০) ও ডেভিড ওয়ার্নার (২৩৯ রান)।
তিলক টানা চার ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক রান করার বিরাট কোহলির রেকর্ডও ভেঙেছেন। কোহলি ২০১৪-২০১৫ মরশুমে ২৫৮ রান (৭২*, ৭৭, ৬৬, ৪৩) করেছিলেন। তিলক এবং কোহলির পরে আছেন সঞ্জু স্যামসন (২৫৭), রোহিত শর্মা (২৫৩) ও শিখর ধাওয়ান (২৫২)।
টি২০-তে ২টি আউটের মধ্যে কোনও ক্রিকেটারের সর্বাধিক রান (পূর্ণ সদস্য দেশের ব্যাটার)
তিলক ভার্মা (ভারত): ৩১৮ (১০৭*, ১২০*, ১৯*, ৭২*)
মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড): ২৭১ (৬৫*, ১৬*, ৭১*, ১০৪*, ১৫)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া): ২৪০ (৬৮*, ১৭২)
শ্রেয়স আইয়ার (ভারত): ২৪০ (৫৭*, ৭৪*, ৭৩*, ৩৬)
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ২৩৯ (১০০*, ৬০*, ৫৭*, ২*, ২০)
চেন্নাইয়ে তিলকের ৭২ রানের ইনিংসের সুবাদে, ভারত ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেটে ম্যাচ জিতে নেয়। ভারতের হয়ে তিলক ছাড়া, ওয়াশিংটন সুন্দর ১৯ বলে ২৬ রান করেন। ম্যাচে একসময় ৫ উইকেটে ৭৮ রানে ছিল ভারত। সেই অবস্থায় তিলক ও ওয়াশিংটন জুটি ৬ষ্ঠ উইকেটে ৩৮ রান যোগ করে ভারতকে ম্যাচে টিকে থাকতে সাহায্য করে।
আরও পড়ুন- ক্যাচ নিলেন ফিল্ডার, তবু নটআউট রুট! বেনজির দৃশ্য টি২০ ক্রিকেটে
ইংল্যান্ড দলের হয়ে ফাস্ট বোলার ব্রাইডন কার্স ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ, জেমি ওভারটন ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট নেন।