Tilak Varma third consecutive t20 century, Syed Mushtaq Ali Trophy: স্বপ্নের ফর্মে রয়েছেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকান বোলারদের তুলোধোনা করে টানা দুটো শতরান করেছিলেন। তারপরেই এক ধাক্কায় ৬৭ থেকে আইসিসি রাঙ্কিংয়ে ৩-এ উঠে এসেছিলেন। তবে সেখানেই থেমে থাকলেন না তিলক ভার্মা।
শনিবার টি২০ ফরম্যাটে টানা তৃতীয় শতরান হাঁকিয়ে গেলেন তারকা ব্যাটার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে নেমেছিলেন। হায়দরাবাদের জার্সিতে মেঘালয়ের বিপক্ষে ৬৭ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে গেলেন। হাঁকালেন ১৪ বাউন্ডারি, ১০ ওভার বাউন্ডারি।
সবমিলিয়ে প্ৰথম ব্যাটার হিসাবে টি২০-তে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন তিলক ভার্মা। প্ৰথম ভারতীয় ব্যাটার হিসাবে টি২০-তে ১৫০ প্লাস স্কোর করলেন। পিছনে ফেললেন শ্রেয়স আইয়ারকে। এতদিন যাঁর দখলে ছিল ভারতীয় হিসাবে টি২০-তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড, ১৪৬।
আরও পড়ুন: ব্যাট করতে এলে দেখে নেব, রানার বাউন্সারে প্রচ্ছন্ন হুমকি স্টার্কের! ঝড় দুই KKR তারকার মল্লযুদ্ধে
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্ৰথমে ব্যাট করতে নেমেছিল হায়দরাবাদ। তিন নম্বরে নামেন তিলক ভার্মা। হাফসেঞ্চুরি করেন ২৮ বলে। সেঞ্চুরিতে পৌঁছন মাত্র ৫১ বলে। সবমিলিয়ে মাত্র ১০ দিনের মধ্যেই টি২০-তে টানা তিনটে শতরানের হ্যাটট্রিক করে ফেললেন তিলক।
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেঞ্চুরিয়ন এবং জোহানেসবার্গ পরপর দুটো শতরান হাঁকিয়ে গিয়েছিলেন। সঞ্জু স্যামসনের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে পরপর দুটো টি২০ আন্তর্জাতিকে সেঞ্চুরির নজির গড়েছিলেন।
তিলক-সঞ্জুর ব্যাটিং বিক্রমে ভর করে ভারত সিরিজে ৩-১'এ দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করেছিল। সবমিলিয়ে ২২ বছরের তারকা ব্যাটার ৯০টি টি২০ ইনিংসে ২৯৫০ রান করেছেন। ফর্মে থাকা তিলককে মুম্বই ইন্ডিয়ান্স মেগা নিলামের আগে রিটেন করেছে।
READ THE FULL ARTICLE IN ENGLISH