পন্থকে বেবিসিটের প্রস্তাব পেইনের!

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন পেইন টার্গেট করেছিলেন রোহিত শর্মাকে। আর তার পরের দিন অর্থাৎ শুক্রবার পেইন ট্রোল করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন পেইন টার্গেট করেছিলেন রোহিত শর্মাকে। আর তার পরের দিন অর্থাৎ শুক্রবার পেইন ট্রোল করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tim Paine trolls Rishabh Pant

পন্থকে বেবিসিটের প্রস্তাব পেইনের (ছবি-টুইটার)

টিম পেইনের স্লেজিং চলছেই। পার্থ টেস্টে বিরাট কোহলির সঙ্গে বাকবিতণ্ডা দিয়ে যা শুরু হয়েছিল তা বক্সিং-ডে টেস্টেও অব্যাহত। মেলবোর্নে ক্রমাগত উইকেটের পিছন থেকে কথা বলে ভারতীয় ব্যাটসম্যানদের মনসংযোগে ব্যাঘাত ঘটিয়ে চলেছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন পেইন টার্গেট করেছিলেন রোহিত শর্মাকে। আর তার পরের দিন অর্থাৎ শুক্রবার পেইন ট্রোল করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে।

Advertisment

সদ্যই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে দল বেছে নিয়েছে বিসিসিআই। সেই টিমে জায়গা পাননি পন্থ। তাঁর পরিবর্তে দলে এসেছেন এমএস ধোনি। সেই খবর রয়েছে অজি ক্যাপ্টেন পেইনের কাছে। এদিন ভারতের দ্বিতীয় ইনিংসের ২৬ ওভারে বাক্যবাণ ছুঁড়তে শুরু করেন পেইন। পন্থের উদ্দেশে তিনি বলেন, “শুনলাম এমএল ওয়ান-ডে দলে ফিরে এসেছে। তুমি এবার হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে পারো। ওদের একজন ব্যাটসম্যান প্রয়োজন। এর ফলে  অস্ট্রেলিয়ায় তোমার হলিডে-র সময় আরও একটু বাড়বে। হোবার্ট খুব সুন্দর শহর। জলের ধারে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবে। আচ্ছা তুমি কি বেবিসিট করো? তাহলে আমি আমার স্ত্রী-র সঙ্গ সিনেমা দেখতে গেলে তুমি বাচ্চাদের দেখাশোনা করতে পারবে।”

Advertisment

আরও পড়ুন: ভিডিও: পেইনের খোঁচাতেও মেজাজ হারালেন না রোহিত

পেইন ট্রোল করেও পন্থের মনসংযোগে বিঘ্ন ঘটাতে পারেননি। দিনের শেষে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ক্রিজে অপরাজিত রয়েছেন তিনি। সাত নম্বরে ব্যাট করতে আসেন পন্থ। ভারতের প্রথম ইনিংসের ৪৪৩ রানের জবাবে এদিন মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে। যদিও ভারতের ৩৪৬ রানের লিড রয়েছে।

cricket Cricket Australia BCCI