/indian-express-bangla/media/media_files/2025/02/23/SXGI7FyyMBrzGYtx5tRJ.jpg)
Champions Trophy Salt Lake: ভারতকে জেতাতে দত্তাবাদে হোম-যজ্ঞ। (ছবি- সংগৃহীত)
ICC Champions Trophy, 2025: IND vs PAK Match: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। ম্যাচে ভারতকে জেতাতে হোম-যজ্ঞেরও আয়োজন হল সল্টলেকের দত্তাবাদে।
রবিবার দুপুরে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। আর, পাকিস্তান তাদের প্রথম ম্যাচে করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। ভারতীয় দল নিরাপত্তার খাতিরে পাকিস্তান সফর করেনি। সেই কারণে এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং পাকিস্তান, দুই জায়গাতেই হচ্ছে।
ভারত-পাকিস্তান ম্যান মানেই বরাবর তীব্র উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যে টুর্নামেন্টে যে দেশের বিরুদ্ধে যা-ই ফলাফল করুক না কেন, সবার নজর থাকে দু'দেশের মধ্যে ম্যাচে। তা নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনাও থাকে তুঙ্গে। সল্টলেকের দত্তাবাদে ভারতীয় দলের সমর্থকরা সেই কারণেই রবিবার দুপুরে হোম যজ্ঞের আয়োজন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/02/23/gN63PMZiHzml41NyVV9s.jpg)
বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ড। সেখানকার সল্টলেক দত্তাবাদ অঞ্চল। তারই শিবাঙ্গন মন্দিরে চলল হোম-যজ্ঞ। বিধাননগরের আবাসিকরা জাতীয় পতাকা, ব্যাট-বল সামনে রেখে এই হোম-যজ্ঞে যোগদান করলেন। তাঁরাই ছিলেন এই যজ্ঞের আয়োজক। রীতিমতো শঙ্খ বাজিয়ে, স্লোগান দিয়ে ভারতীয় ক্রিকেট টিমের জন্য প্রার্থনা করলেন স্থানীয় বাসিন্দারা। যজ্ঞ ভালোভাবে সম্পন্ন হওয়ায়, আজ ইন্ডিয়া জিতবে বলেই তাঁরা আশাবাদী।
/indian-express-bangla/media/media_files/2025/02/23/pRzaOeoJxVukq8oor8CH.jpg)
রবিবারের ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জয়লাভের পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। আহত ফখর জামানের জায়গায় ওপেনার ইমাম-উল-হক খেলছেন। অন্যদিকে, ভারত গত ম্যাচের দল অপরিবর্তিত রেখেছে। তবে, ভারতের শুরুটা ভালো হয়নি। মহম্মদ শামি ম্যাচের প্রথম ওভারেই পাঁচটি ওয়াইড দেন। ওই ওভারে তিনি দিয়েছেন ৬ রান। শুধু তাই নয়, মাত্র তিন ওভার বল করার পর চোটের জন্য ভারতের এই পেসার মাঠ ছাড়তেও বাধ্য হন।
আরও পড়ুন- পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন, ফিরলেন ইমাম-উল-হক
দুই দলের একাদশ
ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।
পাকিস্তান একাদশ:
ইমাম-উল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক/অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ