Advertisment

ঐতিহাসিক রুপো জয়েই লক্ষ লক্ষ টাকার পুরস্কার! চানুর সঙ্গেই টাকায় ভাসবেন কোচও

Mirabai Chanu Silver: টোকিও অলিম্পিকে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন মীরাবাই চানু। তাঁর সঙ্গেই কোচকেও পুরস্কৃত করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ার পরে মীরাবাই চানুর কোচ বিজয় শর্মাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ভারতীয় অলিম্পিক সংস্থা শনিবার এমনটাই জানিয়ে দিল।

Advertisment

আইওএ সচিব জেনারেল রাজীব মেহতা জানান, "অলিম্পিক পদকপ্রাপ্ত এথলিটদের প্রশিক্ষণের জন্য কোচদেরও পুরস্কৃত করা হবে। দিন রাত উদয়াস্ত পরিশ্রম করে এথলিটদের গাইড করে যাচ্ছেন ওঁরা। এথলিটদের মত ওঁরাও জীবনে অনেককিছু উৎসর্গ করেছেন।"

আরো পড়ুন: কানের দুলের জোরেই নাকি অলিম্পিকে রুপো! কীর্তি গড়তেই ফাঁস চানুর রিং-রহস্য

বৃহস্পতিবারই আইওএ-র তরফে জানিয়ে দেওয়া হয়েছিল টোকিও অলিম্পিকে সোনাজয়ী তারকাদের ৭৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে। এর সঙ্গে জাতীয় স্পোর্টস ফেডারেশনসের তরফে মিলবে আরো ২৫ লক্ষ বোনাস। রুপো এবং ব্রোঞ্জজয়ীদের ক্ষেত্রে এই আর্থিক পুরস্কার যথাক্রমে ৪০ এবং ২৫ লক্ষ।

আরো পড়ুন: ‘এর থেকে খুশির শুরু হতেই পারে না’, চানুর সাফল্যে উচ্ছ্বসিত মোদী! ট্যুইটে অভিনন্দন রাষ্ট্রপতিরও

পাশাপাশি জানানো হয়েছে, অলিম্পিকে অংশগ্রহণকারী জাতীয় এথলিটদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। আর পদক জিতলেই ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের তরফে মিলবে ৩০ লক্ষ করে বোনাস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Olympic Association Olympics Tokyo Olympics Sports News Tokyo Olympics 2021
Advertisment