আর মাত্র একটা জয়। তারপরেই পদক জয় নিশ্চিত করে ফেলবেন পিভি সিন্ধু। শুক্রবারই মহিলাদের সিঙ্গলসে আকানে ইয়ামাগুচিকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন ভারতের ব্যাডমিন্টন রাণি। খেলার ফলাফল ২১-১৩, ২১-২০।
প্রথম সেটে সিন্ধুর রাকেটের সামনে দাঁড়াতেই পারেননি জাপানি প্রতিপক্ষ। ২১-১৩ ফলাফলে ইয়ামাগুচিকে উড়িয়ে দেন সিন্ধু। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে কামব্যাক করেছিলেন সিন্ধুর প্রতিপক্ষ। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ফিরে আসেন ভারতীয় তারকা। একদম শেষ পয়েন্টে সেট জেতা নিশ্চিত করেন।
আরো পড়ুন: টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ের সেমিফাইনালে লভলিনা
শুক্রবার ভারতীয়দের কাছে অলিম্পিকের মঞ্চ বেশ ভালোই গেল। সাতসকালেই লভলিনা বর্গহাইন প্রথমবার অলিম্পিকে নেমেই সেমিতে পৌঁছে দেশের পদক জয় নিশ্চিত করেছিলেন। চাইনিজ তাইপেই-য়ের নেইন চিন-কে মহিলাদের ওয়াল্টার ওয়েট ক্যাটাগরিতে (৬৪-৬৯ কেজি বিভাগে) ৪-১ ব্যবধানে পরাজিত করেন।
ব্রোঞ্জ জয় নিশ্চিত হওয়ার পরে লভলিনা নিজের পদক আপাতত রুপো অথবা সোনা জয়ের দিকে ঝাঁপাবেন। এর আগে মেরি কম এবং বিজেন্দ্র সিং অলিম্পিকের মঞ্চ থেকে বক্সার হিসাবে পদক জিতেছিলেন। সেই তালিকায় নাম জুড়লেন ২৩ বছরের লভলিনাও।
লভলিনা এবং সিন্ধু ভারতকে পদকের সন্ধান দিলেও হতাশ করলেন তিরন্দাজি দীপিকা কুমারী এবং ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু ভাকের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন