Advertisment

টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ের সেমিফাইনালে লভলিনা

বিজেন্দর সিং, এমসি মেরি কমের পর অলিম্পিক্স বক্সিংয়ে ভারতের তৃতীয় পদক আসছে আসামের লভলিনা বরগোহাঁইয়ের দৌলতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lovlina, Tokyo, Womens Boxing

এদিন সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ জিতেছেন এই বক্সার।

বিজেন্দর সিং, এমসি মেরি কমের পর অলিম্পিক্স বক্সিংয়ে ভারতের তৃতীয় পদক আসছে আসামের লভলিনা বরগোহাঁইয়ের দৌলতে। শুক্রবার এবারের অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন আসামের বক্সার। ওয়েল্টারওয়েট বিভাগে সেমিফাইনালে পৌঁছলেন লভলিনা। এবার পাখির চোখ অলিম্পিকে প্রথমবার বক্সিংয়ে ভারতকে সোনা এনে দেওয়া। লভলিনার মতো আশায় বুক বাঁধছে গোটা দেশ।

Advertisment

মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসাবে ভারতের পদক নিশ্চিত করেছেন লভলিনা। ৯ বছর আগে লন্ডন অলিম্পিকে শেষবার বক্সিংয়ে পদক এসেছিল ভারতের। মেরি কমের দৌলতে ব্রোঞ্জ এসেছিল ভারতের ঝুলিতে। তার আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দর সিং। লভলিনা দুবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী, এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকজয়ী। এবার অলিম্পিকেও অধরা মাধুরী পেতে চলেছেন লভলিনা।

আরও পড়ুন চানুর সাফল্যে গর্বিত রাজ্যবাসী, পদকজয়ীর জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন ইতিহাস গড়ার পথে ৬৯ কেজি বিভাগে তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীকে ৪-১ ফলে হারান লভলিনা। এবারই প্রথম অলিম্পিকে খেলতে এসেছেন লভলিনা। আর প্রথমবারই পদক নিশ্চিত করলেন তিনি। এবার সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত। কিন্তু হার নয়, সেমি তার পর ফাইনাল জিতে সোনা জিতে দেশকে গর্বের সিংহাসনে বসাতে চান লভলিনা। সোনা জিতলে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে লভলিনার নাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Lovlina Borgohain Tokyo Olympics
Advertisment