5 Indian Cricketer's Wife Age Difference: প্রেম মানে না বয়সের বাধা, বয়সে বড় স্ত্রী এই ৫ তারকা ক্রিকেটারের

Indian Cricketer Age Difference With Wife: এমন কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁরা সমাজের এই চোখরাঙানিকে তোয়াক্কা করেননি। আসুন, তাঁদের নিয়ে আলোচনা করা যাক।

Indian Cricketer Age Difference With Wife: এমন কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁরা সমাজের এই চোখরাঙানিকে তোয়াক্কা করেননি। আসুন, তাঁদের নিয়ে আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Sachin Tendulkar and Anjali Tendulkar (1)

সচিন তেন্ডুলকর এবং অঞ্জলি তেন্ডুলকর

Indian Cricketer's Wife Age: কথায় বলে, বয়স নাকি একটা সংখ্যা মাত্র। কিন্তু আজও বিয়ের পিঁড়িতে বসার আগে দেশের বহু জায়গায় এটাই ফ্য়াক্টর হয়ে ওঠে। ছেলে এবং মেয়ের মধ্যে বয়সের কতটা ব্যবধান রয়েছে, তা খতিয়ে দেখা হয়। কিন্তু, এমন কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁরা সমাজের এই চোখরাঙানিকে তোয়াক্কা করেননি। এমন লাইফ পার্টনার বেছে নিয়েছেন, যাঁরা বয়সে অনেকটাই বড়। আসুন, আজ এমনই ৫ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা যাক।

Advertisment

সচিন এবং অঞ্জলি (Sachin Tendulkar and Anjali Tendulkar)

Sachin Tendulkar and Anjali Tendulkar (2)

ভারতীয় উপমহাদেশে সচিন তেন্ডুলকরকে 'ক্রিকেট ঈশ্বর' বলে অভিহিত করা হয়। পেশায় চিকিৎসক অঞ্জলি তেন্ডুলকরকে বিয়ে করেছেন। সচিনের থেকে অঞ্জলি ৬ বছরের বড়।

Advertisment

বিরাট এবং অনুষ্কা (Virat Kohli and Anushka Sharma)

Virat Kohli and Anushka Sharma

সচিন যদি ক্রিকেটের ঈশ্বর হন, তাহলে বিরাট কোহলিকে রাজপুত্র বলা যেতেই পারে। আন্তর্জাতিক শতরানের নিরিখে সচিনের ঠিক পরেই নাম রয়েছে কিং কোহলির। ভারতীয় ক্রিকেটে বিরাটকে 'রান মেশিন' বলা হয়। ২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন বিরাট। স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। আপনারা অনেকেই হয়ত জানেন না অনুষ্কার থেকে বিরাট ৬ মাসের ছোট।

বুমরাহ এবং সঞ্জনা (Jasprit Bumrah and Sanjana Ganeshan)

Jasprit Bumrah and Sanjana Ganeshan

এবার আসা যাক, টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহের কথায়। স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশনকে বিয়ে করেছেন। ২০২১ সালের ১৫ মার্চ তাঁরা সাত পাকে বাঁধা পড়েন। গোয়ায় বসেছিল বিয়ের আয়োজন। সঞ্জনার থেকে বুমরাহ ২ বছর ৭ মাসের ছোট।

রায়না এবং প্রিয়াঙ্কা (Suresh Raina and Priyanka Chaudhary)

Suresh Raina

একটা সময় ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন সুরেশ রায়না। ২০২০ সালের ১৫ অগাস্ট মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর রায়নাও অবসর গ্রহণ করেছেন। এখন ধারাভাষ্যকার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ এপ্রিল প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে সুরেশের বিয়ে হয়েছিল। সূত্রের খবর, তাঁরা ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন। যদিও প্রিয়াঙ্কার থেকে সুরেশ ৫ মাসের ছোট।

মহম্মদ সামি এবং হাসিন জাহান (Mohammad Shami and Hasin Jahan)

Mohammad Shami and Hasin Jahan

মহম্মদ সামি এবং হাসিন জাহানকে চেনেন না, এমন ভারতীয় ক্রিকেট সমর্থক বোধহয় খুব কমই রয়েছেন। পারিবারিক সমস্যার কারণে ২০১৮ সাল থেকে তাঁরা একে অপরের থেকে আলাদা থাকেন। হাসিন প্রথম জীবনে কলকাতা নাইট রাইডার্স দলের চিয়ার লিডার ছিলেন। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। অবশেষে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, সামির থেকে হাসিন ১০ বছরের বড়। যদিও এই ব্য়াপারে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। 

Suresh Raina Mohammad Shami Jasprit Bumrah Virat Kohli Sachin Tendulkar