/indian-express-bangla/media/media_files/2025/05/12/CQC033x7H6akAnyZUtcS.jpg)
বিরাট কোহলির সেরা ৫ টেস্ট রেকর্ড
Virat Kohli Records: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বিরাট কোহলি। কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। যদিও বোর্ড কর্তারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু, কোনও অনুরোধেই কর্ণপাত করলেন না কিং কোহলি। সোমবার (১২ মে) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দেন।
ভারতীয় টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি যে ইতিমধ্যে কিংবদন্তীর তকমা পেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। লাল বলের ক্রিকেটে তিনি টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) যে সমৃদ্ধ করেছেন, তা বলা যেতেই পারে। আসুন, টেস্ট ক্রিকেটে কিং কোহলির সর্বকালের সেরা ৫ রেকর্ড নিয়ে আলোচনা করা যাক।
Virat Kohli Retires: '২৬৯ চিরবিদায়...!', বিদায়বেলায় আবেগঘন বিরাট, কেন এই নম্বর লিখলেন? এর মানে কী?
সবথেকে সফল ভারতীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক
TEST CRICKET WILL MISS THE CHARACTER OF VIRAT KOHLI. 💔pic.twitter.com/h5BG28v0U2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2025
টিম ইন্ডিয়াকে বিরাট কোহলি ৬৮ টেস্ট ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্য়ে ৪০ টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছে। জয়ের শতকরা হার ৫৮.৮২। আর সেকারণেই তাঁর নাম ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়ক হিসেবে খচিত হয়ে রয়েছে।
বিদেশের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়
বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল বিদেশের মাটিতে একাধিক টেস্ট সিরিজ জয় করেছে। এরমধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় (২০১৮-১৯) রয়েছে। এর পাশাপাশি টিম ইন্ডিয়া ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মাটিতেও গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ জিতেছে।
সর্বাধিক ডাবল সেঞ্চুরি
THE LAST TEST CENTURY OF VIRAT KOHLI IN TEST CRICKET. 🥹pic.twitter.com/RLa7vEhdGp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2025
ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে টেস্ট ফরম্য়াটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি (৭) করেছেন। এই তালিকায় তিনি সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি সর্বাধিক ২৫৪ রান (অপরাজিত) করেছিলেন।
চারটে সিরিজে পরপর ২০০ রান
What was the point of maintaining such fitness when you had to retire from the test at 36? Why Virat kohli 💔. pic.twitter.com/j2wjOkxgqw
— Naman🏴 (@KingIsWounded) May 12, 2025
ক্রিকেট বিশ্বে কোহলিই একমাত্র ব্যাটার যিনি পরপর চারটে টেস্ট সিরিজে চারটে দ্বিশতরান করেছিলেন। এই তালিকায় তিনি ডন ব্র্যাডম্য়ান এবং রাহুল দ্রাবিড়ের রেকর্ড হেলায় ভেঙে দেন।
ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক রান
ভারতীয় ক্রিকেট অধিনায়কদের মধ্য়ে বিরাট কোহলি টেস্ট ফরম্য়াটে সর্বাধিক রান (৫,৮৬৪) করেছিলেন। ইতিমধ্যে তিনি ২০ শতরান হাঁকিয়েছেন। অনেকটাই দুরে দাঁড়িয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং সুনীল গাভাসকার।