Top 5 Youngest Players in IPL 2025: আইপিএল ২০২৫-এ নজর কেড়েছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভা। বিশেষ করে ১৩ বছর বয়সি বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস (RR) তাঁকে নিলামে দলে নেওয়ার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন এবার জেনে নেওয়া যাক, আইপিএল ২০২৫-এর সর্বকনিষ্ঠ ৫ ক্রিকেটার সম্পর্কে।
১. বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) – ১৩ বছর, ৩৬০ দিন
রাজস্থান রয়্যালস, আইপিএল ইতিহাসের সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশীকে দলে নিয়েছে ১.১ কোটি টাকায়। এই প্রতিভাবান ব্যাটসম্যান গত বছর ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুবদের ম্যাচে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। চলতি বছর তিনি রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছেন।
২. সি আন্দ্রে সিদ্ধার্থ (চেন্নাই সুপার কিংস) – ১৮ বছর, ২০৬ দিন
চেন্নাই সুপার কিংস (CSK) এবার তাদের স্কোয়াডে ১৮ বছর বয়সি সি আন্দ্রে সিদ্ধার্থকে নিয়েছে। তরুণ এই অলরাউন্ডার দ্রুতগতির বোলিং ও আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত।
৩. কুয়েনা মাফাকা (রাজস্থান রয়্যালস) – ১৮ বছর, ৩৪৮ দিন
দক্ষিণ আফ্রিকার উদীয়মান পেসার কুয়েনা মাফাকাকে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা বোলার ছিলেন এবং গত বছর একাধিকবার ৫ উইকেটে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।
৪. স্বস্তিক চিকার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) – ১৯ বছর, ৩৪৭ দিন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) তরুণ ব্যাটসম্যান স্বস্তিক চিকার দুর্দান্ত স্ট্রোক প্লে-এর জন্য পরিচিত। তাঁর দলে অন্তর্ভুক্তি বেঙ্গালুরুর ভক্তদের মধ্যে বেশ আশা জাগিয়েছে।
৫. মুশির খান (পাঞ্জাব কিংস) – ২০ বছর, ১৭ দিন
পাঞ্জাব কিংস (PBKS) দলে নিয়েছে ২০ বছর বয়সি মুশীর খানকে। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি এবারের আইপিএলে নজর কাড়তে পারেন।
আরও পড়ুন- একনজরে আইপিএলের পাঁচ সবচেয়ে দামী ক্রিকেটার, লিগ শুরুর আগেই দেখে নিন তাঁদের কীর্তি
এই তারকাদের অনেকেই ভবিষ্যতে বড় তারকা হিসেবে উঠে আসবেন। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সম্প্রতি বারবার দেখা গিয়েছে, আইপিএল থেকে বহু ভালো মানের ক্রিকেটার উঠে আসছেন। এই কমবয়সি খেলোয়াড়রা তাই এবারের আইপিএলে কতটা ভালো খেলেন সেদিকে নজর থাকবে নির্বাচকদেরও। আগামী দিনে ভারতের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অবসর নিতে পারেন। তখন এই কমবয়সি ক্রিকেটারদেরকে আরও বেশি করে টিম ইন্ডিয়ায় দরকার হবে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।