Advertisment

IND vs SA: ইংরেজি বলতে গিয়ে বারবার হোঁচট! সিরাজকে চরম তাচ্ছিল্য বুমরার, জয়ের পরেই তুমুল আলোচনা

Bumrah urges Siraj to switch to Hindi: ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে পরাজিত করার পর ম্যাচ-পরবর্তীতে প্রতিক্রিয়া জানানোর সময় বুমরাহ প্রথমে সিরাজের অনুবাদক হওয়ার চেষ্টা চালান। পরে, সিরাজও ইংরেজিতে বলার চেষ্টা চালালে, বুমরাহ তা বুঝতে পারেননি। এরপরই সিরাজকে কার্যত হিন্দিতে ফিরে এস বাছা- ঢঙে পরামর্শ দেন বুমরাহ। যা হাসির পরিবেশ তৈরি করে। মুহুর্তেই ভাইরাল ভিডিও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah, Mohammed Siraj, India vs South Africa, ind vs sa

Jasprit Bumrah-Mohammed Siraj: দুই পেসার মিলে এনে দিলেন কেপ টাউনের ঐতিহাসিক জয়।

Translator Bumrah urges Siraj to switch to Hindi: বৃহস্পতিবার ৪ ডিসেম্বর কেপটাউনে ভারতের সাত উইকেটে জয়ের পর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) একটি হাস্যকর মুহূর্ত উপহার দিলেন। কেপটাউনে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সিরাজ ম্যাচের সেরা নির্বাচিত হন।

Advertisment

আর, বুমরাহ সিরিজ সেরা। ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে পরাজিত করার পর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়া জানানোর সময় বুমরাহ প্রথমে সিরাজের অনুবাদক হওয়ার চেষ্টা চালান। পরে, সিরাজও ইংরেজিতে বলার চেষ্টা চালালে, বুমরাহ তা বুঝতে পারেননি। এরপরই সিরাজকে কার্যত হিন্দিতে ফিরে এস বাছা- ঢঙে পরামর্শ দেন বুমরাহ। যা হাসির পরিবেশ তৈরি করে। সেই ভিডিও ভাইরাল নিমেষেই।

শেষ পর্যন্ত সিরাজ তাঁর শেষ তিনটি প্রশ্নের উত্তর হিন্দিতে দেন। ভারতীয় পেসার জানান যে তিনি ম্যাচের সময় ধারাবাহিক ভালো করতে চেয়েছেন। প্রথম ম্যাচে তাঁর ভুল থেকে শিক্ষা নিয়েছেন। তিনি বলেন, 'টেস্টে এটা আমার সেরা পারফরম্যান্স। শুধু ধারাবাহিক লাইন এবং লেংথে বল করতে চেয়েছিলাম। তারই পুরস্কার পেলাম। আগের ম্যাচের ভুল থেকে নেওয়া শিক্ষা এখানে কাজে লাগিয়েছি।'

আরও পড়ুন- জঘন্য ক্যাপ্টেন্সি, জিতেও নেই রেহাই! জয়ের মঞ্চেই রোহিতকে তেড়েফুঁড়ে আক্রমণ এবার মঞ্জরেকরের

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বল হাতে ভারতের তারকা হয়ে উঠেছিলেন সিরাজ। কেরিয়ারের সেরা বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে তিনি প্রোটিয়াদের ছয় উইকেট তুলে নেন। সব মিলিয়ে বুধবার ৩ ডিসেম্বর, ভারতীয় ইনিংস শেষ হওয়ার পর দেখা যায় মোট ২৩টি উইকেট পড়েছে। এরপর দক্ষিণ আফ্রিকার বড় লিড পাওয়ার চেষ্টা থামিয়ে দেয় বুমরাহ। ভারতীয় পেসার দ্বিতীয় দিনে ছয় উইকেট নেন।

আরও পড়ুন- বিরাট সাফল্য ভারতের, কেপ টাউনে জিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রোহিতরা

শেষ পর্যন্ত ম্যাচ জিততে এবং সিরিজে সমতা আনতে ভারতের ৭৯ রানের দরকার ছিল। এই রান তুলতে ভারতের তেমন একটা সমস্যা হয়নি। সাত উইকেটে মাত্র দেড় দিনে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। সিরাজ তাঁর পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন। কারণ, তিনি মোট সাত উইকেট নিয়েছেন।

এরপরই ভারতীয় পেস জুটি ভাগ করে নেন সেই হাসিখুশি মুহূর্ত। সিরাজের ইংরেজি ভালো নয়। সেই কারণেই বুমরাহ প্রথমে তাঁর অনুবাদক হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, বুমরাহর দেখাদেখি সিরাজও ইংরেজিতে কথা বলার চেষ্টা চালান। যা বুমরাহ বুঝতে পারেননি। তারপরই তিনি টিম ইন্ডিয়ার সতীর্থ পেসারকে হিন্দিতে ফিরে এস বাছা- ঢঙে পরামর্শ দেন।

Indian Team Jasprit Bumrah Test cricket South Africa Cricket Team Mohammed Siraj Indian Cricket Team South Africa
Advertisment