Advertisment

কলকাতা থেকেই এবার টাইটেল স্পনসর পেল আইলিগের নতুন ক্লাব ট্রাউ এফসি

অ্যাসিয়েস্তা স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ মুখোপাধ্যায় জানালেন, "ট্রাউয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে আমরা গোটা দেশে আমাদের ব্র্যান্ড সম্প্রসারিত করতে পারব। দেশের ফুটবলের উন্নতিতে সহায়ক হতে চাই আমরা।"

author-image
IE Bangla Web Desk
New Update
trau fc

দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন ক্লাব ট্রাউ এফসি (ফেসবুক)

মোহনবাগানে এখনও স্পনসরের দেখা নেই। কবে আসবে সেই নিশ্চয়তাও নেই। এর মধ্যেই ডুরান্ডের ফাইনালে হারতে হয়েছে বাগানকে। তবে কলকাতা থেকেই বিশাল অঙ্কের বিনিয়োগ আদায় করে নিল মণিপুরের ট্রাউ এফসি। আইলিগে এবারেই খেলবে ট্রাউ এফসি। নেরোকার পরে মণিপুরের দ্বিতীয় ক্লাব হিসেবে আইলিগে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ট্রাউ। এবার সেই ট্রাউ এফসি-কেই স্পনসর করতে এগিয়ে এল কলকাতার অ্যাসিয়েস্তা স্পোর্টস অ্যালায়েন্স প্রাইভেট লিমিটেড। আসন্ন মরশুমে ট্রাউয়ের টাইটেল স্পনসর হচ্ছে এই কোম্পানিটি।

Advertisment

অ্যাসিয়েস্তা স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ মুখোপাধ্যায় জানালেন, "ট্রাউয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে আমরা গোটা দেশে আমাদের ব্র্যান্ড সম্প্রসারিত করতে পারব। দেশের ফুটবলের উন্নতিতে সহায়ক হতে চাই আমরা।" চুক্তির পরে ট্রাউয়ের শীর্ষকর্তা ফুলেন মিতেই জানালেন, "এই চুক্তির মাধ্যমে গোটা দেশের ফুটবলে নিজেদের উপস্থিতি জানান দিতে পারব আমরা।"

আরও পড়ুন লজ্জা! গোষ্ঠ পালের অমূল্য পদক ‘হারিয়েছে’ মোহনবাগান!

ইস্টবেঙ্গলের পালটা এবার মোহনবাগানের! নামি স্পনসর এবার সবুজ মেরুনে

ট্রাউয়ের কর্তা পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন স্পোর্টিফ্যান নামের এক স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপকেও। যাদের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হল। ফুলেন জানিয়েছেন, "স্পোর্টিফ্যানের মাধ্যমেই আমরা অ্যাসিয়েস্তার স্পোর্টস অ্যালেয়েন্সের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছি।" স্পোর্টিফ্যানকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাসিয়েস্তা স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ মুখোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, ট্রাউয়ের ফুটবল দর্শন বুঝে আমরা কমিউনিটি ডেভলেপমেন্টের কাজ করতে চাই। স্পোর্টিফ্যানের মাধ্যমেই আমাদের সঙ্গে ওদের সাক্ষাৎ হয়।

এদিকে, দক্ষ বিদেশিদের নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে ট্রাউয়ের। সেক্ষেত্রে ফের একবার স্পোর্টিফ্যান-এর শরণাপন্ন হতে পারেন ট্রাউ কর্তারা। জানা গিয়েছে ক্লাব সূত্রে।

Football
Advertisment