৪ ওভারে ৪৪ রান, খলিল আহমেদকে নিয়ে টুইটারে ট্রোল-মিমের বন্য়া

দিল্লির পর রাজকোট। খলিল আহমেদের হতশ্রী পারফরম্য়ান্স অব্য়াহত। বৃহস্পতিবার ভারতের আট উইকেটের জয়ের রাতে খলিল আহমেদ চার ওভার বল করে ৪৪ রান হজম করলেন।

দিল্লির পর রাজকোট। খলিল আহমেদের হতশ্রী পারফরম্য়ান্স অব্য়াহত। বৃহস্পতিবার ভারতের আট উইকেটের জয়ের রাতে খলিল আহমেদ চার ওভার বল করে ৪৪ রান হজম করলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Twitterati brutally roasts Khaleel Ahmed

৪ ওভারে ৪৪ রান, খলিল আহমেদকে নিয়ে টুইটারে ট্রোল-মিমের বন্য়া

দিল্লির পর রাজকোট। খলিল আহমেদের হতশ্রী পারফরম্য়ান্স অব্য়াহত। বৃহস্পতিবার ভারতের আট উইকেটের জয়ের রাতে খলিল আহমেদ চার ওভার বল করে ৪৪ রান হজম করলেন। পেলেন একটি মাত্র উইকেট। ওভার পিছু ১১ রান করে রান হজম করেছেন তিনি। তাঁর বলে বাংলাদেশের ব্য়াটসম্য়ানরা ন'টি চার মেরেছেন মোট।

Advertisment

দিল্লি থেকে শিক্ষা নিয়েও কেন ফের খালিলকেই খেলানো হলো! এমনটাই প্রশ্ন ক্রিকেট ফ্য়ানেদের। তাঁরা আশা করেছিলেন রাজকোটে খলিলের বদলে হয়তো বল হাতে দেখা যেতে শার্দূল ঠাকুরকে। কিন্তু খলিলের ওপরেই আস্থা রেখেছিলেন রোহিত শর্মা। খলিলের 'বিলো পার' পারফরম্য়ান্সের পর টুইটারে ট্রোল আর মিমের বন্য়া বয়ে গিয়েছে।

আরও পড়ুন-ভিডিও: ঋষভ পন্থের স্টাম্পিংয়ের ভুলে জীবন পেলেন লিটন দাস

Advertisment

রইল বাছাই করা টুইট প্রতিক্রিয়া:

বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে প্রথম টি-২০ ম্য়াচেই ভারতকে হারতে হয়েছিল সাত উইকেটে। সেদিন বল হাতে অত্য়ন্ত খারাপ পারফরম্যান্স ছিল খলিল আহমেদের। নির্দিষ্ট কোটার চার ওভার বল করে ৩৭ রান হজম করেন তিনি। ৯.২৫ ছিল তাঁর ইকোনমি রেট। পান একটি মাত্র উইকেট। দুই দলের বোলারদের মিলিয়ে খলিলই সবচেয়ে বেশি রান দিয়েছিলেন।

Bangladesh India