Advertisment

আগামী বছরের নভেম্বরে ভারতে শুরু মহিলাদের বিশ্বকাপ, জানিয়ে দিল ফিফা

তিন আয়োজক শহর হওয়ার দৌড়ে রয়েছে কলকাতা, নভি মুম্বই, গোয়া এবং আহমেদাবাদ। চলতি বছরের মার্চ মাসেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো ঘোষণা করেছিলেন, ২০২০-তে মহিলাদের যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।

author-image
IE Bangla Web Desk
New Update
fifa

নভেম্বরে ফিফা বিশ্বকাপ ভারতে (টুইটার)

২০১৭-এ ভারতে যুব পর্যায়ের মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছরের নভেম্বরে। ফিফার তরফে এমনটাই জানিয়ে দেওয়া হল। আপাতত ঠিক হয়েছে, অনুর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ ভারতের চারটে শহরে অনুষ্ঠিত হবে। গত মাসেই ভুবনেশ্বরকে স্থানীয় আয়োজক কমিটি বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে নির্বাচিত করেছিল। যদিও তা এখনও ফিফার চূড়ান্ত অনুমোদন পায়নি।

Advertisment

বাকি তিন আয়োজক শহর হওয়ার দৌড়ে রয়েছে কলকাতা, নভি মুম্বই, গোয়া এবং আহমেদাবাদ। চলতি বছরের মার্চ মাসেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো ঘোষণা করে দিয়েছিলেন, ২০২০-তে মহিলাদের যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ২০১৮ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। দু-বছর পরে ফের একবার ট্রফি নিতে ভারতে আসছে স্প্যানিশ দল।

আরও পড়ুন এখনও চূড়ান্ত নয় ভারতে বিশ্বকাপের ভেন্যু, পরিদর্শনে ফিফার প্রতিনিধিদল

চলতি সপ্তাহেই ফিফার প্রতিনিধি দল ভারতের পাঁচটি শহরে পরিদর্শনে এসেছিল। তারপরে টুর্নামেন্টের ডিরেক্টর রোমা খান্না সাংবাদিকদের জানিয়েছিলেন, “এখনও পর্যন্ত ভারতের পাঁচটি শহর- কলকাতা, গোয়া, ভুবনেশ্বর, আহমেদাবাদ, নভি মুম্বই পরিদর্শন করেছি আমরা। এই শহরগুলির পাশাপাশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক আরও অনেক শহর।” রোমা খান্নার সঙ্গে শহর-পরিদর্শনে এসেছিলেন ফিফার টেকনিকাল ডেভেলপমেন্ট সার্ভিসের প্রোগ্রাম ম্যানেজার ফিলিপ জিমারম্যান। ওরলিতে স্থানীয় একটি ফুটবল লিগের উদ্বোধনও করেন দু-জনে।

পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন, রোমা খান্না বলেছেন, “অন্য শহরের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। ভুবনেশ্বরের ক্ষেত্রে বলতে পারি, টাইমলাইন অনুযায়ী আয়োজন দেখার পরে নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল। একইভাবে অন্য ভেন্যুগুলির ক্ষেত্রে আমার পছন্দ অনুযায়ী আমরা নাম কনফার্ম করব। পরবর্তীকালে ফিফার তরফে চূড়ান্ত ঘোষণা করা হবে।”

আসন্ন এই হেভিওয়েট টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্ব শুরু হচ্ছে চলতি মাসেই। ১৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত তাইল্যান্ডে এএফসি অনুর্ধ্ব-১৭ মহিলাদের চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে এশীয় পর্যায়ে যোগ্যতা করবে অংশগ্রহণকারী দেশগুলি। তবে ভারত আয়োজক দেশ হওয়ায় সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবে।

Read the full article in ENGLISH

Football FIFA World Cup
Advertisment