ACC U19 Asia Cup Final, IND vs BAN: ভারতীয়দের লক্ষ্য করে 'আল্লা হু আকবর ধ্বনি! ক্রিকেট মাঠে ভয়ঙ্কর কীর্তি বাংলাদেশিদের, ছিঃছিঃকার কাণ্ড, দেখুন

U19 Asia Cup 2024: যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে সহজে হারিয়ে ট্রফি জিতল বাংলাদেশ। স্কোরবোর্ডে অল্প রান তুলেও ভারতকে অনেক আগে আটকে দেয় বাংলাদেশ।

U19 Asia Cup 2024: যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে সহজে হারিয়ে ট্রফি জিতল বাংলাদেশ। স্কোরবোর্ডে অল্প রান তুলেও ভারতকে অনেক আগে আটকে দেয় বাংলাদেশ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
ACC u19 Asia Cup final IND vs BAN

ACC u19 Asia Cup final IND vs BAN: ভারতকে ফাইনালে হারের পর উচ্ছ্বাস বাংলাদেশিদের (বিসিবি টাইগার্স এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল)

India vs Bangladesh U19 Asia Cup controversy: ক্রিকেট মাঠ। খেলার মাঠ। সেখানেই উগ্র ধর্মান্ধতা নিয়ে হাজির হল বাংলাদেশ। বড় অভিযোগে বিদ্ধ হল বাংলাদেশ ক্রিকেট দল। যুব পর্যায়ে এশিয়া কাপের ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। ছোটদের এশিয়া কাপের ফাইনালে নিয়ে বিস্ফোরক অভিযোগে বিদ্ধ হল বাংলাদেশ দল এবং তাঁদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

Advertisment

দুবাইয়ের মাঠে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে টাইগারদের সমর্থন করার জন্য হাজির হয়েছিল হাজারো হাজারো বাংলাদেশি সমর্থক। প্রবাসী ভারতীয়দের মধ্যে এই ম্যাচ নিয়ে উৎসাহ কম ছিল। সেই সুযোগেরই পূর্ণ ফায়দা তুলল বাংলাদেশ।

গোটা ম্যাচেই ভারতীয় ক্রিকেটারদের শুনতে হল 'আল্লা হু আকবর', 'নারায়ে তকবির'-এর মত ধর্মীয় স্লোগান। ১৯০ রান চেজ করতে নেমে ভারতের যখন একের পর এক উইকেট পতন অব্যাহত, সেই সময়ে এই ধর্মীয় স্লোগান যেন প্রার্থনা সঙ্গীতের মত ক্রমাগত আছড়ে পড়েছিল। ভারতের ইনিংসের শেষদিকে ধর্মান্ধ বাংলাদেশি সমর্থকদের সঙ্গে যোগ দেন টাইগারদের অধিনায়ক তামিমও।

Advertisment

আরও পড়ুন: ম্যাচ জেতানো শতরানের পর হেডকে এরকম সেন্ড অফ কেন! সিরাজকে ধুয়ে দিলেন এবার এবিডিও

তাঁকে দেখা যায় দর্শকদের সঙ্গে সুরে সুরে মিলিয়ে আরও উৎসাহ দিয়ে চলেছেন। দর্শকরা যাতে 'আল্লা হু আকবর' ধ্বনি দেওয়া চালিয়ে যায়, সেই জন্য হাত নাড়িয়ে উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। গোটা ঘটনায় অবাক হয়েছেন, শ্রীলঙ্কার অফ ব্রেক বোলার রোশন আবেসিংহে। "ও কী দর্শকদের উৎসাহ দিচ্ছে? আচ্ছা, আচ্ছা।" ভারতের অতুল ওয়াসন বলেছেন, "ওঁরা সকলেই শো-ম্যান। গ্যালারির জন্য দেখনদারি কী করে করতে হয় ওঁরা ভালোই জানে। এই কারণে পরিণতিবোধ প্রয়োজন।"

এমন ধর্মান্ধ দর্শকদের সামনে ভারতীয় যুব তারকারা সহজেই হার মেনেছেন বাংলাদেশের বিরুদ্ধে। জয়ের জন্য ভারতের সামনে ১৯৯ রানের টার্গেট রেখেছিল বাংলাদেশ।

ভারত প্ৰথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ৯২/৭ হয়ে গিয়ে ভারতের হার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ক্যাপ্টেন মহম্মদ আমান একা লড়ে টানছিলেন দলকে। তবে ৩২ তম ওভারে তিনি আউট হওয়ার পরই ভারতের কফিনে শেষ পেরেক পড়ে যায়।

Asia Cup Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team-India Team India Team India