U19 Fastest 100 for India: ১৩ বছরেই টেস্টে দ্রুততম সেঞ্চুরি! ছক্কার ঢেউয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের মুকুট বিহারি বৈভবের

U19 Fastest 100 for India in Test Match: চতুর্দেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে দুরন্ত স্ট্রোক প্লে-র নিদর্শন তুলে ধরে বৈভব ৭৫ করেন। সেই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিললেন স্বয়ং ওয়াসিম জাফর-ও।

U19 Fastest 100 for India in Test Match: চতুর্দেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে দুরন্ত স্ট্রোক প্লে-র নিদর্শন তুলে ধরে বৈভব ৭৫ করেন। সেই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিললেন স্বয়ং ওয়াসিম জাফর-ও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
U19 Fastest 100 for India: যুব পর্যায়ে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরিয়ন বৈভব সূর্যবংশী

U19 Fastest 100 for India: যুব পর্যায়ে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরিয়ন বৈভব সূর্যবংশী (টুইটার)

U19 Fastest 100 for India in Test Match vs Australia: চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়ার যুব দলের টেস্ট ম্যাচ চলছে বর্তমানে। সেই যুবদের টেস্টেই এবার ভারতের হয়ে দ্রুততম টেস্ট শতরান করে গেল বৈভব সূর্যবংশী। প্ৰথম ইনিংসে ভারতের হয়ে ব্যাট করতে নেমে সূর্যবংশী মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে।

Advertisment

ব্যক্তিগত ১০৪ রানে আউট হয়ে যায় ১৩ বছরের ব্যাটার। তবে তার মধ্যেই ১৪ টি বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে যায় সে। যুব পর্যায়ের ক্রিকেটে বিশ্বের মধ্যে এখনও দ্রুততম মঈন আলি। ২০০৫-এ ইংল্যান্ডের তৎকালীন উঠতি তারকা হিসেবে মঈন আলি মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভব নিল আর মাত্র দুই বল বেশি। আপাতত দ্রুততমদের তালিকায় ভারতীয় ব্যাটার দুই নম্বর রয়েছে।

গত বছরই বৈভব জাতীয় প্রচারমাধ্যমের শিরোনামে উঠে আসে বিহারের হয়ে রঞ্জিতে মাত্র ১২ বছরে অভিষেক ঘটিয়ে। শচীন, যুবরাজদের মত মহারথীদের তালিকায় পিছনে ফেলে রঞ্জির ইতিহাসে তিনিই হয়ে উঠেছিলেন সর্বকনিষ্ঠ তারকা।

আরও পড়ুন: দু-দিনেই বাঘবন্দি কানপুরে! টাইগারদের ডোরা-কাটা মুছে সিরিজে চুনকাম টিম ইন্ডিয়ার

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসকে বৈভবের পিতা সঞ্জীব সূর্যবংশী সেই সময় বলে দিয়েছিলেন, ক্রিকেটের প্রতি তাঁর প্যাশন ঘরোয়া ক্রিকেটে পুত্রের উন্নতিতে সহায়ক হয়েছে। "ক্রিকেটে আমি নিজেই ট্র্যাজেডির শিকার হয়েছিলাম। বিহারে ক্রিকেট তো বটেই কোনও খেলার জন্যই উপযুক্ত পরিবেশ নেই। মাত্র ১৯ বছর বয়সে মুম্বইয়ে পাড়ি জমিয়েছিলাম। অনেক কাজ করতে হয়েছে মুম্বইয়ে টিকে থাকার জন্য- কোলাবার পাবে বাউন্সার হিসেবে কাজ করতে হয়েছে, সুলভ শৌচালয় হোক বা বন্দরে একাধিক কাজ করেছি। ছুটির দিনে চলে যেতাম ওভাল মাঠে।"

"ওখানে বাচ্চা-কাচ্চাদের দেখতাম হেলমেট-প্যাড পরে ক্রিকেট খেলতে। ওঁদের মধ্যে কেউ কেউ এত ভালো খেলত, যে ঘন্টার পর ঘন্টা স্রেফ ওঁদের খেলাই দেখা যেতে পারে। তখনই ঠিক করে নিই, ছেলে হোক বা মেয়ে তাকে ক্রিকেটার বানাবো।" বলেছিলেন গর্বিত পিতা।

অস্ট্রেলিয়ার যুব দলকে ভারত প্ৰথম ইনিংসে মাত্র ২৯৩ রানে আটকে রাখার পর ব্যাট করতে নেমেছিল ভারত। তারপরেই ইতিহাস। টেস্ট সিরিজে নামার আগে দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। পন্ডিচেরীতে ভারতীয় যুব দল ৩-০ ফলাফলে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে ক্যাঙারুদের।

READ THE FULL ARTICLE IN ENGLISH

cricket Team India Cricket News bihar Ranji Trophy Indian Cricket Team