UAE vs Bangladesh Highlights: মরুদেশে বিশ্ব ক্রিকেটে তৈরি হল ইতিহাস। বাংলাদেশকে T20 ক্রিকেটে হারিয়ে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরশাহী। সোমবার শারজায় শান্ত-লিটনদের উড়িয়ে দিয়ে রেকর্ড ২০৬ রানের টার্গেট তাড়া করে জিতল ২ উইকেটে। সেইসঙ্গে এই সিরিজে কামব্যাক করল আমিরশাহী। তিন ম্যাচের সিরিজ এখন ১-১।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৫ রান করে। জবাবে আমিরশাহীর ক্যাপ্টেন মহম্মদ ওয়াসিম স্ক্রিপ্ট পাল্টে দেন। মাত্র ৪২ বলে ৮২ রান করে রুদ্ধশ্বাস ম্যাচে জয় এনে দেন দলকে। এদিকে, আমিরশাহীর কাছে হেরে লজ্জায় মুখ ঢাকল বাংলাদেশের। তুলনায় দুর্বল প্রতিপক্ষের কাছে হার হজম করে মুখ পুড়ল বাংলা টাইগারদের।
একটা নয় অনেক রেকর্ড ভাঙল
আমিরশাহী ২০৬ রানের টার্গেট তাড়া করে নয়া ইতিহাস গড়েছে। কোনও অ্যাসোসিয়েট দেশ হিসাবে পূর্ণ সদস্য টিমের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে বিশাল রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে ইউএই। ছোট ফরম্যাটে এটাই প্রথমবার আমিরশাহী ২০০ রানের বেশি টার্গেট চেজ করে জিতল।
আরও পড়ুন ভারত-পাকিস্তান উত্তেজনার আঁচ, নেওয়া হল বড়সড় পদক্ষেপ! মাথায় হাত কানেরিয়ার
ম্যাচের রাশ আমিরশাহীর হাতেই
২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে আমিরশাহীর দুর্দান্ত শুরুয়াত করে। প্রথম ৬ ওভারে ৬৮ রান করে তারা। মহম্ম ওয়াসিম ৩২ রান করে। তাঁর ওপেনিং পার্টনার মুহম্মদ জোহেব পাওয়ার প্লে-তে ২৩ বলে ৩০ রান করেন। পাওয়ার প্লে-র শেষ দুই ওভারে সাকিব এবং নাহিদ রানা ১৮ রান করে দেন। ১৫ ওভারে দুই ওপেনার আউট হয়ে গেলে আমিরশাহীর স্কোর ১৪৮-৩ হয়ে যায়।
ম্যাচের শেষ বলে জয়
ওপেনিং পার্টনারশিপের পর সেভাবে বাকি ব্যাটাররা বিশেষ কিছু করতে পারেননি। আমিরশাহীর আসিফ খান (১৯) আলিশাল শরফুর (১৩) পার্টনারশিপ লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। তাও শেষ ২ ওভারে ২৯ রান দরকার ছিল। মনে হচ্ছিল, বাংলাদেশের পাল্লা ভারী। শেষ দিকে হায়দার আলি ৬ বলে ১৫ রান এবং ধ্রুব পরাশর ৭ বলে ১১ রান করে আমিরশাহীকে জয় এনে দেন। শেষ বলে ম্যাচ জেতে তারা।
শেষ ম্যাচ হবে ২১ মে
সিরিজে এখন বাংলাদেশে এবং আমিরশাহী ১-১ অবস্থায় রয়েছে। সিরিজ ডিসাইডার ম্যাচ হবে ২১ মে। ওই ম্যাচ হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএল খেলতে চলে যাওয়ায় মুস্তাফিজুর রহমানের অভাব এদিন টের পেয়েছে বাংলাদেশ। তাদের ওপেনার তানজিদ ৩৩ বলে ৫৯ রান এবং লিটন দাস ৩২ বলে ৪০ রান করেন। তবে ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর আমিরশাহী শেষ ম্যাচে অঘটন ঘটানোর লক্ষ্যে রয়েছে।