/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/tyuuu.jpg)
রিয়াল মাদ্রিদের সামনে ম্য়াঞ্চেস্টার সিটি, বার্সেলোনার মুখোমুখি নাপোলি (ছবি উয়েফার টুইটার থেকে)
UEFA Champions League Round of 16 Draw: চ্য়াম্পিয়ন্স লিগে গ্রুপ লিগের খেলা শেষ। এবার লড়াইয় শেষ ১৬-র। সেখান থেকে সেরা আট। রোড টু ইস্তানবুলে যাওয়ার ড্র ঘোষণা করে দিল উয়েফা। ইউরোপ সেরা হওয়ার লড়াইয় এগবে আরও এক ধাপ।
গতবারের চ্য়াম্পিয়ন লিভারপুল প্রি-কোয়ার্টারে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। অন্য়দিকে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৩ বারের চ্য়াম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ম্য়াঞ্চেস্টাকর সিটির।
আরও পড়ুন-কোহলিকে ক্রিকেটের রোনাল্ডো বললেন ব্রায়ান লারা
???????? 2002 winner Luís Figo ????#UCLdrawpic.twitter.com/YR4LnQ9eiM
— UEFA Champions League (@ChampionsLeague) December 16, 2019
পেপ গুয়ার্দিওলার ম্য়ান সিটি গতবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। তাদের হারাতে হবে জিনেদিন জিদানের রিয়ালকে। শেষ চারবারের সাক্ষাতে সিটি দু'বার ড্র করেছে আর দু'বার হেরেছে।
Round of 16 draw ????
Sum up your reaction with a GIF ????#UCLdrawpic.twitter.com/fkdBCoX7v6
— UEFA Champions League (@ChampionsLeague) December 16, 2019
অন্য়দিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেরি আ চ্য়াম্পিয়ন জুভেন্তাস খেলবে অলিম্পিক লিয়নের সঙ্গে। প্য়ারিস সাঁ জাঁ-র প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। লিওনেল মেসির বার্সেলোনা খেলবে নাপোলির সঙ্গে। জোসে মোরিনহোর কোচিংয়ে বদলে যাওয়া টটেনহ্য়াম হটস্প্য়ার খেলবে আরবি লেইপজিগের বিরুদ্ধে। চেলসির সামনে বায়ার্ন মিউনিখ।
আগামী বছরের দ্বিতীয় মাসে শুরু হবে রাউন্ড অফ সিক্সটিনে প্রথম লেগের ম্য়াচগুলি। ১৮,১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে খেলা। দ্বিতীয় লেগের খেলা হবে ১০,১১, ১৭ ও ১৮ মার্চ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ড্র হবে ২০ মার্চ।