Advertisment

ইউরো খেলেই সবুজ মেরুনে কাউকো, আইএসএলে বড় ঘোষণা ATKMB-র

Joni Kauko in ATKMB: ইউরো খেলে উঠেই ভারতে চলে আসছেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার। জনি কাউকো যোগ দিচ্ছেন এটিকে মোহনবাগানে। আইএসএলে বড়সড় চমক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জল্পনা ছিল-ই। সেই জল্পনাকে সত্যি করেই এটিকে মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, চলতি ইউরোয় ফিনল্যান্ডের জার্সিতে খেলা জনি কাউকো আসছেন সবুজ মেরুন জার্সি গায়ে চাপাতে। বৃহস্পতিবারই ভরা ইউরো এবং কোপার মরশুমে জানিয়ে দেওয়া হল বড় খবর। আইএসএলে বহু মহাতারকা অংশ নিয়েছেন।

Advertisment

তবে সুপার লিগের গায়ে বসেই গিয়েছিল বুড়ো সুপারস্টারদের লিগ। সেই অভিযোগ খন্ডন করতেই যেন ফিনিশ তারকার আইএসএলের অন্যতম সফল ক্লাবে যোগদান। সরাসরি ইউরো খেলে ভারতের কোনো ক্লাবে যোগদান- এমন ঘটনা এদেশের ফুটবলে বিরল। সেই অসাধ্য সাধনই করল এটিকে মোহনবাগান।

আরো পড়ুন: রেফারির গায়ে লেগেও গোল, ১০ মিনিট এক্সট্রা টাইম! ব্রাজিলকে জেতাতে কলঙ্কিত কোপা

বক্স টু বক্স মিডফিল্ডার হলেও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে কাউকো বেশি সাবলীল। চলতি ইউরোর তিনটে ম্যাচেই ফিনল্যান্ডের জার্সিতে প্রথম একাদশে কাউকোকে এই পজিশনেই খেলতে দেখা গিয়েছে। ফিফার ক্রমপর্যায়ে বর্তমানে একনম্বরে থাকা বেলজিয়ামের বিপক্ষেও কাউকো খেলেছেন এই পজিশনে।

ফুটবল মহলে খোঁজ করে জানা গিয়েছে, দলের প্রয়োজনে কাউকো আক্রমণাত্মক মিডফিল্ডার অথবা বাঁ উইং থেকেও অপারেট করতে পারেন।

বায়ো ডেটা বেশ ঝকঝকে বছর তিরিশের এই ফুটবলারের। ফিনল্যান্ডের সিনিয়র দলের খেলার আগে বয়স ভিত্তিক চারটে জাতীয় দলে খেলেছেন তিনি। নিজের যোগ্যতা দেখিয়েই সিনিয়র জাতীয় দলের নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন।

আরো পড়ুন: জোড়া গোলে সেরার সিংহাসনে রোনাল্ডো! ব্লকবাস্টার ইউরোয় অমীমাংসিত ফ্রান্স-পর্তুগাল দ্বৈরথ

আন্তর্জাতিক ফুটবল সরিয়ে রাখলে ক্লাব ফুটবলেও যথেষ্ট আকর্ষণীয় ফিনিশ তারকার কেরিয়ার। ২০১৮ থেকেই ডেনমার্কের ক্লাব এসবার্গে খেলেছেন। এই ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখেই। তাঁর আগেই ভারতের তারকা খচিত ক্লাবে নাম লেখালেন তিনি।

এটিকে মোহনবাগানের সামনে আপাতত এএফসি কাপের চ্যালেঞ্জ। কাউকো দলে যোগ দেওয়ায় এটিকে মোহনবাগানের মাঝমাঠের শক্তি যে অনেকটাই বেড়ে গেল, তা নিয়ে সন্দেহ নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

atk-mohun-bagan ATK Indian Football Kolkata Football ISL
Advertisment