সোমবার রাতে জোড়া ব্লকবাস্টার ম্যাচ। একইদিনে নামছে স্পেন, ফ্রান্সের মত হেভিওয়েট দুই দল। স্পেন রাত সাড়ে ৯টায় কোপেনহেগেনে খেলবে বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, রাত ১২.৩০-এ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আবার মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
স্পেনের বিরুদ্ধে খেলার আগেই অবশ্য বেশ বিপাকে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের ফাইনালিস্টরা সমস্যায় পড়েছে তারকা ইভান পেরিসিচ করোনা আক্রান্ত হয়ে ছিটকে যাওয়ায়। ক্রোট তারকা জাতীয় দলের জার্সিতে ১০০-র বেশি ম্যাচ খেলেছেন। দলের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিলেন। চলতি ইউরোয় দুরন্ত ছন্দে ছিলেন। তারকা উইঙ্গার চেক প্রজাতন্ত্র এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে গোলও করেছেন। এই পেরিসিচকে হারানো নিঃসন্দেহে লুকা মদ্রিচদের কাছে বড়সড় ধাক্কা।
আরো পড়ুন: অবসর জল্পনা উস্কে মাঠেই ‘ইঙ্গিত’ রোনাল্ডোর! হতাশায় একী করলেন মহাতারকা
চলতি ইউরোয় স্পেন এবং ক্রোয়েশিয়া শুরুতে ধীর গতির সূচনা করলেও ঠিক সময়ে পিক ফর্মে পৌঁছেছে। গ্রুপে প্রথম দু-ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও শেষ ম্যাচে স্লোভাকিয়াকে ৫-০ উড়িয়ে দিয়েছে স্প্যানিশরা। গ্রুপ-ডি-তে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ এ উড়িয়ে আবার শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। গ্রুপে ইংল্যান্ডের পরে রানার্স হয়ে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
২০১৮-য় ক্রোয়েশিয়ার যে দল ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে খেলেছিল। সেই স্কোয়াডের ১৩ জন তারকাই রয়েছেন বর্তমান স্কোয়াডে। নিজেদের মধ্যে দুরন্ত বোঝাপড়াই দলের অন্যতম সম্পদ। অন্যদিকে, স্প্যানিশ দল অনেকটা ভাঙা গড়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। একাধিক তারকা ফুটবলার অবসর নেওয়ার পরে। ২০০৮ থেকে ২০১২ মধ্যে তিনবার আন্তর্জাতিক খেতাব জিতেছিল স্পেনের সোনালী প্রজন্ম। এর মধ্যে দু-বার ইউরো চ্যাম্পিয়ন এবং একবার বিশ্ব চ্যাম্পিয়নও হয় তারা। তারপর থেকেই পারফরম্যান্স এর গ্রাফ ক্রমশ নামতে থাকে স্প্যানিয়ার্ডদের। গত ইউরো এবং বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল স্পেন। স্পেনের বর্তমান স্কোয়াডের মাত্র ৭ জন বড়সড় কোনো টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা রয়েছে। ক্রোয়েশিয়ার ভরসা যদি অভিজ্ঞতা হয়, তাহলে বর্তমান স্পেনীয়দের আস্থা যোগাচ্ছে তারুণ্য। লড়াইয়ে শেষ হাসি হাসবে কোন দল, তা ঠিক হয়ে যাবে এদিন রাতেই।
আরো পড়ুন: সবুজ মেরুনে কি নাম লেখাচ্ছেন সুপারস্টার মান্দজুকিচ! বিশাল আপডেট দিলেন কোচ হাবাস
রাতের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আবার পেরোতে হবে সুইজারল্যান্ডের বাধা। দুই দলের বিজয়ী দল পরস্পরের মুখোমুখি হবে শেষ আটের রাউন্ডে। প্রথম কোয়ার্টার ফাইনালে সেন্ট পিটার্সবার্গের সেই ম্যাচ নিয়ে চর্চা শুরু হয়ে গেল আজ থেকেই।
Know about UEFA Euro Cup 2020 today's match Spain vs Croatia match time (IST) and streaming details
কবে স্পেন বনাম ক্রোয়েশিয়া (Spain vs Croatia) ম্যাচ?
ইউরোয় স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ ২৯ জুন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।
কখন স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ শুরু হবে?
ইউরোয় স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯.৩০-এ।
ইউরোয় স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
ইউরোয় স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ সোনি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে। সিক্স চ্যানেলে (Sony Ten 2 SD & HD) সরাসরি সম্প্রচারিত হবে।
ইউরোয় স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে?
ইউরোয় স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ Sony Liv- এ সরাসরি দেখা যাবে।
Know about UEFA Euro Cup 2020 today's match France vs Switzerland match time (IST) and streaming details
কবে ফ্রান্স বনাম সুইজারল্যান্ড (France vs Switzerland) ম্যাচ?
ইউরোয় ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচ ২৯ জুন রোমানিয়ার রাজধানী বুখারেস্টে।
কখন ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচ শুরু হবে?
ইউরোয় ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ১২.৩০-এ (মঙ্গলবার)।
ইউরোয় ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
ইউরোয় ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচ সোনি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে। সিক্স চ্যানেলে (Sony Ten 2 SD & HD) সরাসরি সম্প্রচারিত হবে।
ইউরোয় ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচ কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে?
ইউরোয় ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচ Sony Liv- এ সরাসরি দেখা যাবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন