সোমবার রাতে আনুষ্ঠানিক ভাবে চ্যাম্পিয়নস লীগ ফাইনাল স্থগিত করার সিদ্ধান্ত নিল উয়েফা (UEFA)। ইউরোপে ফুটবল খেলা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, এবং এখনও 'রাউন্ড অফ ১৬'-এর চারটি ম্যাচ খেলা বাকি, এই পরিস্থিতিতে অবধারিতই ছিল এই সিদ্ধান্ত।
আগামী ৩০ মে তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস লীগ ফাইনাল। কিন্তু দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাস মহামারীর প্রকোপে ১৭ এবং ১৮ মার্চ যে চারটি দ্বিতীয় লেগ-এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে হয়েছে।
ফাইনালের নতুন বিকল্প তারিখ এখনও নির্ধারণ করা হয় নি বলে জানিয়েছে উয়েফা।
আরও পড়ুন: এবারের আইপিএল কি হবে আদৌ? সংশয় ক্রমে বাড়ছে
বর্তমানের দুনিয়াজোড়া অচলাবস্থা কবে কাটবে, সে সম্পর্কে কোনও ইঙ্গিত এখনও মিলছে না, যদিও গত সপ্তাহে উয়েফা এবং ইউরোপীয় ফুটবলের কর্তাব্যক্তিরা জানিয়েছিলেন, তাঁরা আশা রাখেন যে ৩০ জুন-এর মধ্যে শেষ করা যাবে ক্লাবের মরসুম।
এর আগে বিভিন্ন ক্লাবের অন্তর্দেশীয় লীগ এবং উয়েফা-র একাধিক প্রতিযোগিতার জন্য ফুটবল ক্যালেন্ডারে জায়গা খালি করতে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয় ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ২০২০, যা জাতীয় স্তরের ক্লাবগুলির টুর্নামেন্ট।
উয়েফা আরও জানিয়েছে যে ২৭ মে পোল্যান্ডের ড্যান্সক (Gdansk) শহরে অনুষ্ঠেয় ইউরোপা লীগ ফাইনাল, এবং ২৪ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা-তে অনুষ্ঠেয় মহিলাদের চ্যাম্পিয়নস লীগ ফাইনালও আপাতত স্থগিত রাখা হচ্ছে।
শেষ ১৬-র রাউন্ডে আপাতত আটকে আছে ইউরোপা লীগও, প্রথম রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে ছ'টি খেলা হয়েছে এ পর্যন্ত। মহিলাদের চ্যাম্পিয়নস লীগে কোয়ার্টার-ফাইনাল শুরু হওয়ার কথা ছিল।
গত ১৭ মার্চ ইউরোপীয় ফুটবল কর্তাদের সঙ্গে আলোচনার পর তাদের সভাপতি অ্যালেকজান্ডার সেফেরিন-এর অধীনে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে উয়েফা, যাতে এ মরসুমের ম্যাচগুলির নতুন সময়সূচী তৈরি করা যায়।
এই কমিটি "যথাসময়ে" আরও ঘোষণা করবে, জানিয়েছে উয়েফা।