Advertisment

২৭ সেপ্টেম্বর রোনাল্ডোর ভাগ্য নির্ধারণ

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এখনও রোনাল্ডোর সাসপেনশনের ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। সংবাদ সংস্থা এএফপি- রিপোর্ট বলছে যে, আগামী ২৭ সেপ্টেম্বর রোনাল্ডোর ভাগ্য নির্ধারণ হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cristiano Ronaldo

২৭ সেপ্টেম্বর রোনাল্ডোর ভাগ্য নির্ধারণ

এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই মাথায় আকাশ ভেঙে পড়েছে জুভেন্তাসের। ম্যাচের ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই।

Advertisment

মনে করা হচ্ছে যে, উয়েফা তিন ম্যাচ নির্বাসিত করতে পারে জুভেন্তাসের পর্তুগিজ স্টারকে। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এখনও রোনাল্ডোর সাসপেনশনের ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। সংবাদ সংস্থা এএফপি- রিপোর্ট বলছে যে, আগামী ২৭ সেপ্টেম্বর রোনাল্ডোর ভাগ্য নির্ধারণ হবে। ওদিনই তাঁর লাল কার্ড রিভিউ করবে উয়েফা।ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেইসন মুরিলো বক্সের মধ্যে মার্ক করেছিলেন সিআর সেভেনকে। তার জেরেই রোনাল্ডো আচমকা মুরিলোর চুল টেনে ধরেন। লাইন্সম্যানের অভিযোগ শুনেই রেফারি দ্রুত মার্চিং অর্ডার দেন রোনাল্ডোকে।

আরও পড়ুন: লাল কার্ড দেখে চোখের জলে বিদায় রোনাল্ডোর, কবে মাঠে নামবেন তিনি!

প্রিমিয়র লিগ হলে সরাসরি তিন ম্যাচ নির্বাসিত হতেন রোনাল্ডো। কিন্তু উয়েফার নিয়ম আলাদা। তাঁরা গুরুত্ব খতিয়ে দেখে নির্বাসনের সিদ্ধান্ত নেয়। সরাসরি লাল কার্ডে দু’ম্যাচ নির্বাসনে যান ফুটবলাররা। সুইজারল্যান্ডের ফুটবল ক্লাব ইংয় বয়েজের বিরুদ্ধে আগামী ২ অক্টোবর জুভেন্তাস ফের চ্যাম্পিয়ন্স লিগে নামবে। সে ম্যাচে সিআর সেভেন খেলবেন না একথা নিশ্চিত। কিন্তু দু’ম্যাচ নির্বাসিত হলে ২৪ অক্টোবর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তাঁর ওল্ড ট্র্যাফোর্ডে নামা হবে না। পুরনো ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে রোনাল্ডোর। আর তিন ম্যাচ নির্বাসনে গেলে সেই ম্যান ইউ-র বিরুদ্ধে ৮ নভেম্বর জুভেন্তাসের ঘরের মাঠেও খেলতে পারবেন না।

রোনাল্ডোর লাল কার্ড দেখা উচিৎ ছিল না বলেই মত জুভেন্তাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির। তাঁর মতে ভার টেকনোলজি থাকলেই এই ঘটনা ঘটত না। তিনি ম্যাচের পর সাংবাদিকদের বলেছিলেন, “এটা অত্যন্ত হতাশাজনক। ভার থাকলে আমরা সাহায্য নিতে পারতাম। এখন ওকে আমরা বেশ কয়েক’টা ম্যাচে পাব না। আর ওটা কখনই লাল কার্ড ছিল না।”

Advertisment