পাকিস্তানের একাধিক প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, চর্বির মাত্রা নির্ণায়ক পরীক্ষায় নির্ধারিত মাত্রার তুলনায় অনেক কম নম্বর পেয়েছিলেন উমর আকমল। তারপরেই উমর আকমল বিদেশি ট্রেনারের সামনে নগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, ‘আমার চর্বি কোথায়?’
Another fitness Test of Pak Cricketers and trainer @grantluden happy with improvement.#PakvEng pic.twitter.com/z4a63bZv4y
— Abdul Ghaffar (@GhaffarDawnNews) June 30, 2016
আরও পড়ুন রোজভ্যালি কাণ্ডে অবশেষে মুখ খুলল শাহরুখের কেকেআর, বার্তা এল সরাসরি
এরপরেই পিসিবির কানে উমর আকমলের দুর্ব্যবহারের খবর পৌঁছয়। তারপরেই শাস্তির খাড়ার সামনে তারকা ক্রিকেটার। ইএসক্রিকইনফো-কে ইতিমধ্যেই পিসিবির কর্তারা জানিয়েছেন, পুরো বিষয়টি সম্পর্কে তাঁরা অবহিত। জানা গিয়েছে, পাকিস্তানের ঘরোয়া একদিনের ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হতে পারে কামরান আকমলকে।
যদিও সংশ্লিষ্ট ঘটনায় উমর আকমলের পাশেই দাঁড়াচ্ছেন দাদা কামরান আকমল। তিনি জানিয়ে দিয়েছেন, পুরোটাই ভুল বোঝাবুঝি থেকে তৈরি সমস্যা। কোনও দুরাভিষন্ধি ছিল না ভাইয়ের!
আরও পড়ুন হ্যামিল্টনে সৌরভকে ‘হারালেন’ কোহলি! অধিনায়ক হিসেবে শ্রেষ্ঠত্বের পথে
এর আগে একাধিকবার উমর আকমলের সঙ্গে পিসিবির সমস্যা তৈরি হয়েছে। মিকি আর্থার কোচ থাকাকালীন একাধিকবার ফিটনেস পরীক্ষার সময়েই গণ্ডগোল বেঁধেছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে কামরান আকমলকে ফেরত পাঠানো হয়েছিল দেশে।
আরও পড়ুন শচীনের পুঁচকি সারা এখন রীতিমতো ডিভা! গ্ল্যামারে ঝলসে দেবেন বলি নায়িকাদেরও
ঘটনা হল, আকমল ভাইরা আন্তর্জাতিক ক্রিকেটে অতিরিক্ত ফিটনেস তত্ত্বে বিশ্বাস করেন না। তবে মিকি আর্থারের কাছ থেকে মিসবা উল হক জাতীয় কোচের বসার পর থেকেই ফিটনেসে জোর দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন, ফিটনেস ইস্যুতে কোনওভাবেই কাউকে ছাড় নয়।
তারপরেই উমর আকমলের এই কাণ্ড!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla