Advertisment

রাজ্জাককে 'মা বানালেন' তারকা ক্রিকেটার! চরম কাণ্ডে তোলপাড়

মাদার ও ব্রাদারের গুলিয়ে ফেললেই সোশ্যাল মিডিয়ায় তুমুল হাসির ছররা। টুইটারে বিষয়টি ভাইরাল হয়ে যেতেই উমর টুইটটি ডিলিট করে ফেলেন। তবে স্ক্রিনশট রয়েই গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Abdul Razzaq

পাকিস্তানের তারকা অলর্উন্ডার রাজ্জাক (টুইটার)

এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। ইংরেজি-জ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে। পাকিস্তানের তারকা ক্রিকেটার উমর আকমল ফের একবার সোশ্য়াল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ট্রোলড হলেন। প্রাক্তন ক্রিকেটার আবদুল রজ্জাককে সরাসরি 'নিজের মা' বানিয়ে দিলেন!

Advertisment

প্রাক্তন সতীর্থ আবদুল রজ্জাকের সঙ্গে একটি ছবি শেয়ার করে উমর আকমল টুইটারে লিখেছিলেন, 'মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার'। বাংলায় তর্জমা করতে যার অর্থ, রাজ্জাক তাঁর অন্য ভাইয়ের মা!! আসলে উনি ইংরেজিতে বহুল প্রচলিত এক শব্দবন্ধনী লিখতে গিয়েছিলেন। সরাসরি সম্পর্কিত কোনও বন্ধুর সঙ্গে নিজের হৃদ্যতা বোঝাতে ইংরেজি লেখা হয়, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। আমার অন্য মায়ের তরফে ভাই।

umer akmal এই টুইট নিয়েই শোরগোল

আরও পড়ুন অন্যদের থেকে শেখার চেষ্টা করো, পন্থকে সরাসরি জানালেন কোহলির ডেপুটি

তবে মাদার ও ব্রাদারের গুলিয়ে ফেললেই সোশ্যাল মিডিয়ায় তুমুল হাসির ছররা। টুইটারে বিষয়টি ভাইরাল হয়ে যেতেই উমর টুইটটি ডিলিট করে ফেলেন। তবে স্ক্রিনশট রয়েই গিয়েছে। তা নিয়ে একপ্রস্থ উমর-ট্রোলিং এখনও চালু রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন প্রথম টেস্টে বাদ পড়ছেন কেকেআরের তারকা, ইঙ্গিত দিলেন কোহলি

বেশ কিছুদিন হয়ে গেল পাকিস্তান দলের বাইরে উমর আকমল। বাদ দেওয়ার পর থেকেই সময়টাও ভালো যাচ্ছে না তাঁর। সম্প্রতি লাহোরের অ্যাকাডেমিতে বিদেশি ট্রেনারের সঙ্গে অশালীন কাণ্ড ঘটিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবারেই তাঁকে নির্বাসনে পাঠানো হল। পিএসএলে অংশ নিতে পারবেন না তিনি।

সবমিলিয়ে এই দুঃসময় কবে, কীভাবে কাটিয়ে ওঠেন তারকা ক্রিকেটার, সেটাই দেখার।

cricket pakistan
Advertisment