এক সপ্তাহের টালবাহানা সরিয়ে অবশেষে লিওনেল মেসি থেকে যাচ্ছেন বার্সেলোনাতেই। গত মাসে ক্লাবকে মেসি জানিয়েছিলেন, তিনি ফ্রি এজেন্ট হিসাবে ক্লাব ছাড়তে চান। তবে লা লিগা এবং বার্সেলোনা জানিয়ে দেয় তাদের সঙ্গে এখনো বৈধ চুক্তি রয়েছে। তাই যে ক্লাবে মেসি খেলবেন তাদের ৭০০ মিলিয়ন বিশাল অঙ্কের রিলিজ ফি মেটাতে হবে।
বার্সা নিজের বক্তব্যে অনড় থাকায় মেসি আপাতত আগামী দশ মাসের জন্য ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তবে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মেসি তোপ দেগেছেন ক্লাব ম্যানেজমেন্ট এবং প্রেসিডেন্ট জোসেফ বার্তামিউকে।
আরও পড়ুন: করোনা টেস্ট করলেন না মেসি, বার্সেলোনার বিরুদ্ধে আইনি যুদ্ধের প্ৰস্তুতি রাজপুত্রের
গোল-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “ক্লাবে আমি সুখী ছিলাম না তাই ক্লাব ছাড়তে চেয়েছিলাম। আইনি জটিলতা এড়াতে আপাতত ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বার্তামিউয়ের নেতৃত্বাধীন ক্লাব ম্যানেজমেন্ট একদম খারাপ। আমি নিশ্চিত ছিলাম যে আমি ফ্রি এজেন্ট। প্রেসিডেন্ট সবসময় বলতেন, মরশুমের শেষে আমি সিদ্ধান্ত নেব ক্লাবে থাকবো কিনা, এখন ওরা ১০ জুনের প্রসঙ্গ আনছে। এখন আমি ক্লাবেই থাকছি। কারণ প্রেসিডেন্ট বলেছেন, একমাত্র ৭০০ মিলিয়ন ক্লজ ফি দিলেই অন্য ক্লাবে যোগ দিতে পারব।”
সর্বোচ্চ মানের প্রতিযোগিতায় ক্লাব মোটেই ভালো খেলছে না, এই কারণেই তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, একথা স্পষ্ট করে জানান মহাতারকা। মেসি বলছেন, “আমি সমস্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে খেতাব জিততে চাই। আমরা জিততে অথবা হারতে পারি কিন্তু প্রতিযোগিতায় অংশ নেওয়া গুরুত্বপূর্ণ। মোদ্দা কথা হল, ভবিষৎ নিয়ে ক্লাবের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। যখন সমস্যা তৈরি হয় ওরা শুধু অস্থায়ীভাবে ক্ষত মেরামত করে চলে।”
ক্লাবের প্রতি ভালোবাসার কারণেই যে আদালতে আইনি জটিলতায় যেতে চান না, তাও সাফ জানিয়েছেন তিনি। বলেছেন, “কখনও আমি ক্লাবের বিরুদ্ধে যুদ্ধে যাবো না। বার্সা আমাকে সবকিছু দিয়েছে। আমিও নিজেকে ক্লাবের জন্য উজাড় করে দিয়েছি। তাই কখনই ক্লাবের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা মাথাতেই আসেনি।”
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে