Advertisment

ইতিহাস গড়লেন বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়ন! প্রথম ভারতীয় হিসাবে বিগব্যাশে সুপারস্টার

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন দিল্লির তারকা উন্মুক্ত চাঁদ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইতিহাস গড়ে ফেললেন উন্মুক্ত চাঁদ। প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার টি২০ টুর্নামেন্ট বিগব্যাশ লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন যুব বিশ্বকাপ জয়ী সুপারস্টার। ডিসেম্বরের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে বিবিএল। সেখানে মেলবোর্ন রেনেগ্রাডস দলের হয়ে খেলতে দেখা যাবে উন্মুক্তকে।

Advertisment

ভারতীয় ক্রিকেটে অবসর ঘোষণা করায় বিদেশের লিগে নাম লেখাতে বাধা নেই উন্মুক্তের। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভারতীয় ক্রিকেট মহলে সক্রিয় ক্রিকেটাররা বিদেশের লিগে কোনওভাবেই খেলতে পারবেন না। একমাত্র দেশের ক্রিকেটে অবসর নিলে বিদেশের লিগে অংশগ্রহণে বাধা নেই। গত অগাস্টেই উন্মুক্ত ভারতীয় ক্রিকেটে পাততাড়ি গুটিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে খেতাবও জিতেছেন।

আরও পড়ুন: বিরাট না রোহিত- নেতা হিসেবে কাকে চাইছেন! কোচ হওয়ার পরই প্রকাশ্যে দ্রাবিড়ের পছন্দ

নজির গড়া চুক্তির পরে উন্মুক্ত মেলবোর্ন রেনেগ্রাডস দলের মিডিয়াকে জানিয়েছেন, "দারুণ অনুভূতি হচ্ছে। মেলবোর্ন রেনেগ্রাডস দলের হয়ে মাঠে নামার জন্য তর সইছে না। সবসময়েই বিগব্যাশ ফলো করতাম। সেই ক্রিকেটের অংশ হতে পেরে দারুণ লাগছে। অস্ট্রেলিয়ায় খেলতে বরাবর পছন্দ করি। তবে এর আগে মেলবোর্নে কখনও যায়নি। তবে একটা বিষয় জানি, ওখানে প্রচুর ভারতীয় রয়েছেন। তাঁদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"

publive-image

এর সঙ্গে উন্মুক্ত আরও জানিয়েছেন, "বিগব্যাশের মত টুর্নামেন্টে সবসময় খেলতে চেয়েছি। তাই রেনেগ্রাডস দলের হয়ে বিগব্যাশে অংশ নেওয়াটা আমার কাছে বিরাট বিষয়। মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দেব।"

রেনেগ্রাডসে ফিঞ্চের নেতৃত্বে খেলতে হবে উন্মুক্তকে। স্কোয়াডে শন মার্শ, জেমস প্যাটিনসন, কেন রিচার্ডসনদের মত তারকারা রয়েছেন। উন্মুক্ত প্রথম পুরুষ ভারতীয় হিসাবে চুক্তিবদ্ধ হলেও, মহিলাদের বিবিএলে বেশ কয়েকজন ভারতীয় এই মরশুমেই অংশ নিয়েছেন।

আরও পড়ুন: বন্ধু দ্রাবিড় এবার জাতীয় দলের হেড কোচ! উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না সৌরভ

অতীতে আইপিএলে খেলেছেন ২৮ বছরের দিল্লির তারকা। হাই প্রোফাইল লিগে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২১ ম্যাচে দেখা গিয়েছে তাঁকে। সবমিলিয়ে উন্মুক্তের ঝুলিতে রয়েছে ৭৭ টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা। কুড়ি কুড়ির ক্রিকেটে ৩টে সেঞ্চুরি, ৫টা হাফসেঞ্চুরি সমেত মোট ১৫৬৫ রান করেছেন। ডিসেম্বরের ৭ তারিখে রেনেগ্রাডস বিগব্যাশ লিগে অভিযান শুরু করছে এডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Cricket News
Advertisment