/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/sky-yogi.jpeg)
অবশেষে লখনৌতে গিয়ে সাক্ষাৎ হয়েই গেল জাতীয় ক্রিকেট এবং রাজনীতির ময়দানে ঝড় তোলা দুই ব্যক্তিত্ব সূর্যকুমার যাদব এবং যোগী আদিত্যনাথের। তারকা ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ সেরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সরাসরি টুইটে সূর্যকুমারকে '৩৬০ ডিগ্রি' বলে সম্ভোধনও করলেন।
ক্যাপশনে লিখলেন, "কর্মচঞ্চল এবং যুবক ৩৬০ ডিগ্রি স্কাই-য়ের সঙ্গে। লখনৌয়ে আমার সরকারি বাসভবনে।" লখনৌয়ে রবিবার লো স্কোরিং থ্রিলারে এক বল বাকি থাকতে জয় পেয়েছে ভারত। কঠিন উইকেটে সূর্যকুমার স্বভাববিরুদ্ধ ৩১ বলে ২৬ রান করে ম্যাচ জিতিয়ে দেন। বাউন্ডারি হাঁকিয়ে শেষ ওভারে জয় নিশ্চিত করেন তিনি। গোটা ইনিংসে ওই একটাই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
With young and energetic SKY (Mr. 360°) at official residence, Lucknow.@surya_14kumarpic.twitter.com/hHGB2byHcu
— Yogi Adityanath (@myogiadityanath) January 30, 2023
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমারকে নিজের ব্যতিক্রমী ইনিংস নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "অন্যরকম স্কাই-কে দেখা গেল এদিন। ব্যাট করতে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন আউট হয়ে যাওয়ার পর কাউকে শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচটা ফিনিশ করতেই হত!"
আরও পড়ুন: আফ্রিদির নখের যোগ্যও নয় বুমরা! পাক তারকার ভয়ঙ্কর মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া
ভারত রান চেজ করার সময় ১৫তম ওভারে সূর্যকুমারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান সুন্দর। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে রান আউটের প্রসঙ্গে বলতে গিয়ে স্কাই জানান, "আমারই ভুল ছিল। ওটা রান ছিল না। বল কোথায় তা খেয়াল না করেই রান নিতে গিয়েছিলাম। পিচ দারুণ চ্যালেঞ্জিং ছিল।"
পিচ নিয়েই নিজের বক্তব্য জানিয়েছেন টি২০-র একনম্বর তারকা, "দ্বিতীয় ইনিংসেও যে যেভাবে বল টার্নি করবে, ভাবতে পারিনি আমরা। পিচের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া দরকার ছিল। শেষ ওভারে জানতাম একটা বিগ হিটেই জয় নিশ্চিত হয়ে যাবে। তাই মাথা ঠান্ডা জরুরি ছিল। জয়ের রানের আগে হার্দিক আমাকে এসে বলে, সেই বলেই ম্যাচ খতম করতে হবে। সেটাই আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়ে যায়।"
আরও পড়ুন: ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চেই লাঞ্ছিত তেরঙা! ভয়ঙ্কর বিতর্কের সুনামিতে চ্যাম্পিয়ন-ক্যাপ্টেন শেফালি
টি২০ সিরিজ আপাতত ১-১ ফলাফলে অমীমাংসিত। বুধবার আহমেদাবাদে সিরিজের নির্ণায়ক ম্যাচে খেলতে নামবে দুই দল।
Read the full article in ENGLISH