Rinku Singh: লটারি লেগেছে রিংকু সিংয়ের, সপা সাংসদের সঙ্গে বিয়ের আগেই বিজেপি সরকারের চাকরি

Cricketer Rinku Singh: টিম ইন্ডিয়ার এই তরুণ তারকাকে উত্তরপ্রদেশ সরকার খুব শিগগিরই ‘বেসিক শিক্ষা অফিসার’ (BSA) পদে নিয়োগ করতে চলেছে। আন্তর্জাতিক পদকজয়ীদের সরাসরি নিয়োগ সংক্রান্ত বিধিমালা ২০২২ অনুযায়ী এই পদে তাঁর নিয়োগ হবে।

Cricketer Rinku Singh: টিম ইন্ডিয়ার এই তরুণ তারকাকে উত্তরপ্রদেশ সরকার খুব শিগগিরই ‘বেসিক শিক্ষা অফিসার’ (BSA) পদে নিয়োগ করতে চলেছে। আন্তর্জাতিক পদকজয়ীদের সরাসরি নিয়োগ সংক্রান্ত বিধিমালা ২০২২ অনুযায়ী এই পদে তাঁর নিয়োগ হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh UP Government Job: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারকা ক্রিকেটার রিংকু সিংকে একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন

Rinku Singh UP Government Job: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারকা ক্রিকেটার রিংকু সিংকে একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন

Rinku Singh Basic Education Officer: উত্তরপ্রদেশের রাজনীতিতে এই মুহূর্তে ক্রিকেট আর রাজনীতির এক অনন্য মেলবন্ধন নিয়ে তুমুল আলোচনা চলছে। সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ প্রিয়া সরোজের (Priya Saroj) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) তারকা ক্রিকেটার রিংকু সিংকে (Rinku Singh) একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisment

রিংকু হবেন ‘মৌলিক শিক্ষা আধিকারিক’

টিম ইন্ডিয়ার এই তরুণ তারকাকে উত্তরপ্রদেশ সরকার খুব শিগগিরই ‘বেসিক শিক্ষা অফিসার’ (BSA) পদে নিয়োগ করতে চলেছে। আন্তর্জাতিক পদকজয়ীদের সরাসরি নিয়োগ সংক্রান্ত বিধিমালা ২০২২ অনুযায়ী এই পদে তাঁর নিয়োগ হবে।

Advertisment

আরও পড়ুন কীভাবে লাগল প্রেমের রং? জেনে নিন প্রিয়া-রিঙ্কুর রোম্য়ান্টিক 'লাভস্টোরিয়া'

সপা ঘনিষ্ঠতা, বিজেপি সরকারের চাকরি

রিংকুর এই নতুন ভূমিকাটি শুধুমাত্র তাঁর ক্রীড়া সাফল্যের ফল নয়, বরং সাম্প্রতিক পারিবারিক সংযোগও এটিকে বিশেষ করে তুলেছে। সম্প্রতি তিনি সমাজবাদী পার্টির তরুণ সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরেছেন রিংকু। প্রিয়া সরোজ হলেন মছলিশহর (জৌনপুর) থেকে নির্বাচিত প্রভাবশালী সপা নেতা ও বিধায়ক তুফানি সরোজের কন্যা।

শুধু সম্মান না, না কি রাজনৈতিক অঙ্ক?

ফলে রিংকু এখন আর শুধু ক্রিকেট দুনিয়ার উজ্জ্বল নাম নন, রাজনীতির মঞ্চেও এক নতুন মুখ হিসেবে উঠে এসেছেন। বিরোধী দলের মতে, এই নিয়োগটি একজন ক্রীড়াবিদকে সম্মান জানানো ছাড়াও রাজনৈতিক হিসাব-নিকাশের অংশ। যদিও রাজ্য সরকার বলছে, এটি কেবল প্রতিভার স্বীকৃতি এবং অতীতেও অনেক ক্রীড়াবিদকে একই নীতিতে সরকারি চাকরি দেওয়া হয়েছে।

আরও পড়ুন আংটি বদল করতে গিয়ে বিপত্তি! কেঁদে ফেললেন রিঙ্কু'র হবু স্ত্রী প্রিয়া সরোজ! সামনে এল প্রথম VIDEO

রিংকুর জীবনে সাফল্যের গল্প

রিংকু সিংয়ের জীবন যেন এক সিনেমার চিত্রনাট্য। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রিংকু ছোটবেলায় তাঁর বাবার সঙ্গে গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। IPl 2023-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়েছেন। ২০২৫ সালের মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ১৩ কোটি টাকায় ধরে রাখে।

বিয়ে, চাকরি আর নতুন অধ্যায়

রিংকু এবং প্রিয়া সরোজের বিয়ে চলতি বছরের নভেম্বর মাসে বারাণসীতে হওয়ার কথা ছিল। তবে ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বিয়ের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে। ইতিমধ্যেই তাঁর নিয়োগ প্রক্রিয়া জোরকদমে চলছে এবং মৌলিক শিক্ষা দফতরের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও জারি হয়েছে।

yogi adityanath Samajwadi Party Rinku Singh Priya Saroj