/indian-express-bangla/media/media_files/2025/04/29/iOCbEjExYzgbHcZdlOG8.jpg)
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অনবদ্য শতরান করলেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: আইপিএল টুর্নামেন্টে (IPL 2025) সোমবার (২৮ এপ্রিল) ইতিহাস কায়েম করলেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে তিনি দ্বিতীয় দ্রুততম শতরান করলেন। বিহার থেকে উঠে আসা এই ব্যাটারকে যখন ১ কোটি টাকা খরচ করে রাজস্থান রয়্যালস দলে নিয়েছিল, সেইসময় অনেকেই রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু গুজরাট টাইটান্সের (Rajasthan Royals vs Gujarat Titans) বিরুদ্ধে বৈভব সমালোচকদের মুখ শুধুমাত্র বন্ধই করলেন না, দ্রাবিড়ের ভরসার দাম দিলেন। মাত্র ৩৫ বলে হাঁকালেন ঝকঝকে একটি শতরান।
এই ম্য়াচের শেষে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি টুইট ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। টুইটটি বৈভব সূর্যবংশীর। তিনি লিখেছেন, 'এই শতরানটা তোমার জন্য, বাবা।' সেইসঙ্গে তিনি একটি হার্ট ইমোজিও শেয়ার করেছেন। যদিও এই অ্যাকাউন্টটি বৈভবের অফিশিয়াল অ্যাকাউন্ট কি না, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কারণ অ্যাকাউন্টে কোনও 'টিক মার্ক' দেওয়া নেই।
দেখে নিন সেই ভাইরাল টুইট:
This one’s for you, dad! ❤️#vaibhavsuryavanshipic.twitter.com/npSNgYHCVa
— Vaibhav Sooryavanshi (@VaibhavOfficia) April 28, 2025
সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। কারণ পয়েন্ট টেবিলে রাজস্থান এমনিতেই ৯ নম্বরে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে তাদের কাছে হারানোর মতো আর কিছু ছিল না। কিন্তু, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা এই ১৪ বছর বয়সি ছেলেটা আরও একবার শিখিয়ে দিয়ে গেল। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে কার্যত রাজত্ব করলেন তিনি। আইপিএল টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানটি হাঁকিয়ে ফেলেন।
Vaibhav Suryavanshi Records: সেঞ্চুরি তো সামান্য ব্যাপার, কী কী রেকর্ড গড়লেন বৈভব?
এই ম্যাচে মাত্র ১৭ বলে নিজের ফিফটি পূরণ করেছিলেন বৈভব। আর পরের পঞ্চাশটা রান করার জন্য তিনি ১৮ বল খেলেন। ৩৮ বলে ১০১ রান করার পর যখন মাঠ ছাড়ছিলেন তিনি, সেইসময় গোটা স্টেডিয়ামে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানায়। এমনকী, গুজরাটের ক্রিকেটাররাও এগিয়ে এসে হ্যান্ডশেক করে যান। এই অভাবনীয় ইনিংসের দৌলতে পাঁচ ম্য়াচ হারের পর অবশেষে জয়লাভ করল রাজস্থান রয়্যালস। ১৫.৫ ওভারের মধ্যেই জয়ের জন্য ২১০ রানের টার্গেট তারা পূরণ করে ফেলে।