/indian-express-bangla/media/media_files/2025/04/29/M2FMQkXbgJDNrZaSzFRK.jpg)
একাধিক রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi IPL Century: আইপিএল টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে বৈভব সূর্যবংশী যে ইনিংস উপহার দিলেন, তা সবাই এককথায় হাঁ করে গিললেন। আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে তৃতীয় ম্যাচেই বৈভব একাধিক রেকর্ড কায়েম করলেন। তাঁর নামের পাশে লেখা হল এক অনন্য রূপকথা। ক্রিকেট যদি রূপকথা হয়, সেই রূপকথার রাজপুত্র অবশ্যই বৈভব। এমনও বেশ কয়েকটি রেকর্ড কায়েম করলেন তিনি যা হয়ত তাঁর জন্মের আগে গড়ে উঠেছিল।
কিন্তু, সোমবারের রাতে যাবতীয় রেকর্ড তিনি চুরমার করে দেন। বৈভব এমন ব্যাটিং করলেন, যার সামনে গুজরাটের বোলাররা কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন। প্রথমে তিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল টুর্নামেন্টে হাফসেঞ্চুরি করলেন। তারপর শতরান করতেও খুব বেশি সময় নিলেন না তিনি। এমনকী, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএল টুর্নামেন্টে তিনি দ্রুততম শতরানও হাঁকিয়ে ফেললেন। অল্পের জন্য ভাঙতে পারলেন না ক্রিস গেইলের রেকর্ড।
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন বৈভব
আইপিএল টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডেবিউ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন বৈভব সূর্যবংশী। কেরিয়ারের তৃতীয় আইপিএল ম্য়াচে তিনি মাত্র ১৭ বলে অর্ধশতরান করেন। এরপর তিনি শতরানও হাঁকিয়েছেন।
আইপিএল টুর্নামেন্টে দ্রুততম শতরানের রেকর্ড ক্রিস গেইলের দখলে রয়েছেন। তিনি মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেখানে বৈভব তিন অঙ্কের রান করতে ৩৫ বল খেলেন। যদিও ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে ফেলেন তিনি। আইপিএল টুর্নামেন্টে ইউসুফ ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন। ডেভিড মিলার ৩৮ বলে শতরান করেছিলেন।
শুধুমাত্র আইপিএল নয়, টি-২০ ক্রিকেটেও গড়লেন অনন্য রেকর্ড
শুধুমাত্র আইপিএল টুর্নামেন্টই নয়, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটেও শতরান করার রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। ইতিপূর্বে টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান করার রেকর্ড ছিল বিজয় জোলের নামে। তিনি ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ১৮ বছর ১১৮ দিলে শতরান করেছিলেন। কিন্তু, বৈভব সেই রেকর্ডটি ১৪ বছর ৩২ দিনেই ভেঙে দিলেন।
এই রেকর্ডও গড়লেন বৈভব সূর্যবংশী
এই বছর বৈভব সূর্যবংশী আইপিএল টুর্নামেন্টে সবথেকে কম বলে প্রথমে হাফসেঞ্চুরি করেন। এরপর শতরানও হাঁকিয়েছেন। পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস ব্যাটারদের মধ্য়ে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকান তিনি। যদিও হাফসেঞ্চুরির পরিসংখ্যানে দ্বিতীয় স্থান অর্জন করলেন তিনি। এবার আগামী ম্য়াচগুলোয় প্রত্যেকের নজর বৈভব সূর্যবংশীর উপরেই থাকবে। সেই প্রত্যাশা তিনি কীভাবে পূরণ করেন, সেটাই দেখার।