/indian-express-bangla/media/media_files/2025/07/05/vaibhav-suryavanshi-century-2025-07-05-18-24-24.jpg)
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে শতরান হাঁকালেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের পর আর পিছন ফিরে তাকাননি। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। এবার ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে তিনি ইংরেজ বোলারদের রাতের ঘুম কাড়ছেন। সিরিজের চতুর্থ ওয়ানডে ম্য়াচে বৈভব ধামাকাদার একটি সেঞ্চুরি হাঁকিয়ে এক নয়া ইতিহাস কায়েম করলেন। এই ইনিংসে ইংল্যান্ডের প্রত্যেক বোলারকে বৈভব কার্যত কচুকাটা করলেন।
ব্যাটিং ধামাকা বৈভব সূর্যবংশীর
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম যুব একদিনের ম্য়াচে বৈভব মাত্র ১৯ বলে ৪৮ রান করেছিলেন। ওয়ানডে ক্রিকেটেও তিনি কার্যত টি-২০ মেজাজে ব্যাটিং করেন। দ্বিতীয় ম্য়াচে সূর্যবংশী ৩৪ বলে ৪৫ রান করেছিলেন। প্রথম দুটো ম্য়াচে হাফসেঞ্চুরি হাতছাড়া করার পর বৈভব খানিকটা হতাশই হয়ে পড়েছিলেন।
Vaibhav Suryavanshi Weight: IPL শেষ হতেই লাগামছাড়া জীবনযাপন? মারাত্মক সমস্যায় পড়েছেন 'বেবি বস'
এরপর তৃতীয় ম্য়াচে তিনি দুর্দান্ত কামব্যাক করেন। ৩১ বলে ৮৬ রানের ধামাকাদার ইনিংস উপহার দিয়ে তিনি বুঝিয়ে দেন, রাজা আবারও নিজের সিংহাসনে ফিরে এসেছেন। এবার ছিল খালি রাজ্যপাট সামলানোর পালা। আর সেটা চতুর্থ ম্য়াচে পূরণ হয়ে গেল। এই ম্য়াচে মাত্র ৫২ বলেই শতরান হাঁকালেন তিনি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ইতিপূর্বে আর কোনও ব্যাটার ইতিপূর্বে এত দ্রুত সেঞ্চুরি হাঁকাতে পারেননি। সূর্যবংশীর সামনে ব্রিটিশ বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েন।
🚨 HISTORY BY VAIBHAV SURYAVANSHI 🚨
— Johns. (@CricCrazyJohns) July 5, 2025
- SURYAVANSHI HAS THE FASTEST EVER HUNDRED IN U-19 HISTORY. 👑 pic.twitter.com/78RbEf5Psp
Vaibhav Suryavanshi: বিধ্বংসী ব্যাটিং বৈভবের, ইংরেজ বধ করে রণহুঙ্কার দিল ভারত
মাত্র ৫২ বলে শতরান হাঁকালেন বৈভব
ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন বৈভব সূর্যবংশী। শুরু থেকেই তিনি নাকি বেশ মারমুখী মেজাজে ছিলেন। যখনই কোনও খারাপ বল পেয়েছেন, তখনই সেটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। আর এভাবেই মাত্র ৫২ বলে ১০০ রান পূরণ করে ফেলেন তিনি। যুব ওয়ানডে ইতিহাসে তিনি সবথেকে দ্রুত শতরান হাঁকিয়েছেন। ঝুলিতে পুরলেন এক অনন্য রেকর্ড। এই ম্য়াচে বৈভব শেষপর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করেছিলেন। এরমধ্যে তিনি ১৩ চার এবং ১০ ছক্কা হাঁকালেন।
🚨 Vaibhav Sooryavanshi has smashed the fastest known century in Youth ODIs 🫡💗 pic.twitter.com/CJhhXoDCBd
— Rajasthan Royals (@rajasthanroyals) July 5, 2025
এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া
চলতি ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল প্রথম ম্য়াচে ৬ উইকেটে জয়লাভ করেছিল। এরপর দ্বিতীয় ম্য়াচে দুর্দান্ত কামব্যাক করেন ব্রিটিশ ক্রিকেটাররা। এক উইকেটে তারা কোনওরকমে জয়লাভ করে। তৃতীয় ম্য়াচে টিম ইন্ডিয়ার দাপট আবারও দেখতে পাওয়া যায়। এভাবেই চলতি সিরিজে ভারতীয় ক্রিকেট দল আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।