/indian-express-bangla/media/media_files/2025/06/11/vFuBfgzAD41SUnDTo0Xv.jpg)
Vaibhav Suryavanshi: ৯০ বলে ১৯০ রানের তুলকালাম ইনিংস বৈভবের
Vaibhav Suryavanshi 190 runs: IPL 2025-এ নিজের ঝোড়ো ব্যাটিং দিয়ে শোরগোল ফেলা বৈভব সূর্যবংষী এবার ৯০ বলে ১৯০ রান করে ফের শিরোনামে। ১৪ বছর বয়সী এই বিস্ময় ক্রিকেটার এখন ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে ব্যস্ত। বিহারের বৈভব ইংল্যান্ড যাওয়ার আগে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) একটি প্র্যাকটিস ম্যাচ খেলেন, যেখানে তিনি ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান তুলেছেন।
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বৈভব এখন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। এই দল ২৪ জুন থেকে ২৩ জুলাই, ২০২৫ পর্যন্ত ইংল্যান্ড সফরে থাকবে। সফরে তাঁরা হোম টিম ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওডিআই এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে। এছাড়া ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচও অনুষ্ঠিত হবে। এই সফরে বৈভব সূর্যবংশী অধিনায়ক আয়ুষ মহাত্রের সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে।
Vaibhav Suryavanshi smashed 190 runs off just 90 balls in a NCA practice match 🤯
— Varun Giri (@Varungiri0) June 10, 2025
14 year old has been dealing in sixes since his IPL debut. https://t.co/A91pFBRJUIpic.twitter.com/J1TjkvF8OI
মাত্র ১২ বছর বয়সে ভারতীয় ক্রিকেটে নিজের প্রতিভার জানান দেওয়া বৈভব সবচেয়ে কম বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেকের রেকর্ড গড়েছেন। তবে তিনি যখন IPL 2025-এ মাত্র ৩৫ বলে শতরান করেন, তখন পুরো ক্রিকেটবিশ্ব তাঁর প্রতিভাকে কুর্নিশ জানায়। এই সেঞ্চুরি তিনি ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিলের দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে করেন। এটাই আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড।
আরও পড়ুন ধোনির পর এবার প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে প্রণাম, ১৪০ কোটি দেশবাসীর মন জিতলেন বৈভব
এনসিএ-তে খেলা প্র্যাকটিস ম্যাচেও বৈভব তাঁর স্বভাবসিদ্ধ আগ্রাসী মেজাজে ব্যাট করেন। মঙ্গলবারের ম্যাচে তিনি লং অন, মিড উইকেটের উপর দিয়ে একের পর এক ছক্কা হাঁকান। এমনকি পয়েন্ট অঞ্চলের ওপরে দিয়েও ছক্কা মারেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।