/indian-express-bangla/media/media_files/2025/05/30/golmhSnYwtdGEqxeoFSO.jpg)
Vaibhav touches PM Modi's feet: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন বৈভব
Vaibhav Suryavanshi touches PM Modi's feet: গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম ভারতীয় সংস্কৃতির চিরাচরিত পরম্পরা। ভারতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এটা এমন সংস্কার যেটা প্রত্যেক অভিভাবক নিজেদের সন্তানকে শেখান। মনে হচ্ছে, বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মধ্যে এই সংস্কার আর ৫ জনের থেকে অনেক বেশি রয়েছে। ১৪ বছরের বিস্ময় প্রতিভা কিছুদিন আগেই চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পা ছুঁয়ে প্রণাম করে শিরোনামে এসেছিলেন। সেই ভিডিও দেশবাসীর মন জয় করেছিল। এবার একই কারণে আবার শিরোনামে বৈভব।
আইপিএল ২০২৫-এর মাঝে ধোনির পা ছুঁয়ে প্রণাম করে ভাইরাল হওয়ার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) পা ছুঁয়ে প্রণাম করলেন বৈভব। যে ভিডিও ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে ভোলেননি বৈভব। বিহার সফরে গিয়েছেন মোদী। আর সেইসময়ই পাটনা এয়ারপোর্টে নতুন টার্মিনালের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বৈভব। সেখানেই মোদীকে প্রণাম করেন বৈভব।
#Watch |#Watch | Indian Cricketer Vaibhav Suryavanshi Meets PM Modi At Patna Airport With His Parents, Suryavanshi Takes Blessings From PM#VaibhavSuryavanshi#PMModi#Cricket#PatnaAirporthttps://t.co/KXCHbBdMi1pic.twitter.com/SCwzo14RtA
— News18 (@CNNnews18) May 30, 2025
বাবা-মায়ের সংস্কার পেয়েছেন বৈভব
শুক্রবার বাবা-মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে পাটনা এয়ারপোর্ট পৌঁছে যান বৈভব। বৈভবের মা-বাবা করজোড়ে মোদীকে অভিবাদন দেন।
আরও পড়ুন এই না হলে ভক্তি! ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভবের, মন জিতলেন গোটা দেশের
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
পিএম মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'পাটনা এয়ারপোর্টে তরুণ ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাঁর ক্রিকেট কৌশলের পুরো দেশে প্রশংসা হচ্ছে। ভবিষ্যতের জন্য তাঁকে অনেক শুভকামনা।'
At Patna airport, met the young cricketing sensation Vaibhav Suryavanshi and his family. His cricketing skills are being admired all over the nation! My best wishes to him for his future endeavours. pic.twitter.com/pvUrbzdyU6
— Narendra Modi (@narendramodi) May 30, 2025
প্রথম আইপিএল সিজনেই সেঞ্চুরি
নিজের দুর্দান্ত স্ট্রোক প্লে এবং ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত ১৪ বছরের বৈভব IPL 2025-এ সাত ইনিংসে ২৫২ রান করেছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসের পয়সা উশুল করেছেন বৈভব। তাঁকে মেগা নিলামে ১.১০ কোটি টাকায় দলে নিয়েছিল রয়্যালস।
আরও পড়ুন ফুল-মালায় বৈভবকে সংবর্ধনা, কেক কেটে-মিষ্টি খাইয়ে গ্র্যান্ড ওয়েলকাম পরিবারের, Viral Video