Team India in U19 Asia Cup: ১৩ বছরের তারকার ব্যাটে ভর করে ভারত অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছল। যুব এশিয়া কাপের সেমিতে ঝলসে উঠল বৈভব সূর্যবংশীর ব্যাট। মাত্র ২৪ বলে ফিফটি করে শ্রীলঙ্কাকে হারানোর অনুঘটক হয়ে থাকল যুব ব্যাটার।
শারজার এই ভেন্যুতেই এক ম্যাচ আগে বৈভব ব্যাটিং বিক্রমে উড়িয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিকে। এবার বৈভবের ব্যাটে ছিটকে গেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ১৭৪ রানের টার্গেট চেজ করতে নেমে বৈভব প্ৰথম ওভারেই দুলনিত সিগেরার বলে তোলে ৩১ রান। এর মধ্যে তিনটি ছক্কা, একটা চারের সাহায্য নিজের ব্যক্তিগত স্কোর জমা করে ২২ রান। বাকি রান আসে অতিরিক্ত থেকে।
২৪ বলে হাফসেঞ্চুরি করে দলকে জয়ের সঠিক মঞ্চ প্রদান করে যায় সে যুব ওয়ানডেতে যা ভারতের তৃতীয় যুগ্ম দ্রুততম হাফসেঞ্চুরি, ঋষভ পন্থ (২০১৫/১৬), তিলক ভার্মা (২০১৯) এবং আয়ুশ বাদোনির (২০১৮/১৯) পর। ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরিতে পৌঁছয় সূর্যবংশী।
শেষমেষ ৩৬ বলে ৬৭ করে আউট হয় সে। এরপরে অধিনায়ক মহম্মদ আমান এবং কার্তিকেয় কেপি ভারতের রান চেজ সম্পন্ন করে ২২ ওভারের মধ্যেই। হাতে ৬ উইকেট নিয়ে। শারজায় আগের ইনিংসেই বৈভব একই ধরণের ইনিংস উপহার দেন। ইউএই-র বিপক্ষে ১৩৮ রানের টার্গেট চেজ করতে নেমে ইনিংসের প্ৰথম বলই ছক্কা হাঁকায় সে।
আরও পড়ুন: টাকা দেয়নি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি! বিপিএলের নামে নিন্দা করে ছিঃছিঃ করলেন ইমরান তাহির
পরের নয় বলে তিনি আরও চারটে ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৩২ বলে ফিফটি পূরণ করার পর সূর্যবংশী দলকে ১০ উইকেটে জয় এনে দিয়েছিল। ৭৬ রানে অপরাজিত ছিল সে।
গত দু সপ্তাহে সূর্যবংশী লাইম লাইটে চড়েছেন চড়চড় করে। প্ৰথমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক ঘটিয়ে। তারপরে আইপিএল নিলামে রাজস্থান রয়্যালসের কাছ থেকে ১.১ কোটি টাকা দাম পেয়ে। আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ তারকা হিসাবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইতিহাস গড়েছে বৈভব।
পাকিস্তান এবং জাপানের বিপক্ষে রানের দেখা পায়নি বৈভব। দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২৪ করেছিলেন। তবে সেই আক্ষেপ সে মেটাল আরব আমিরশাহি।এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে। দুবাইয়ে রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।