/indian-express-bangla/media/media_files/2024/12/04/mcjyf1KHH24VLPC1wZqD.jpg)
Vaibhav Suryavanshi: যুব এশিয়া কাপে রুদ্রমূর্তিতে বৈভব সূর্যবংশী (এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভিডিও স্ক্রিনগ্র্যাব)
Team India in U19 Asia Cup: অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপে প্রচারের চড়া আলো পড়েছে ১৩ বছরের ভারতীয় তারকা বৈভব সূর্যবংশীর ওপর। টপ অর্ডারে প্ৰথম কয়েকটা ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেনি সে। তবে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ঝড় তোলা ইনিংস খেলে গেল বৈভব।
শারজায় যুব এশিয়া কাপে অপরাজিত ৭৬ রানের ইনিংস উপহার দিল সে। ১৩৮ রানের টার্গেট চেজ করতে নেমে দ্বিতীয় ওভারেই স্পিনার আলি আসগরকে সূর্যবংশী প্ৰথম বলেই স্লগ সুইপে ছক্কা হাঁকায় মিড উইকেটের ওপর দিয়ে। বাঁ হাতি যুব তারকা প্ৰথম থেকেই মারমুখী মেজাজে ছিল। বাঁ হাতি স্পিনার আয়ান খানের ওভারে লং অন এবং মিড উইকেট দিয়ে আরও দুটো ছক্কা হাঁকিয়ে নিজের অভিসন্ধি স্পষ্ট করে দেয় সে।
এরপরে বিহারের ব্যাটার সেই আলি আসগরের ওপরে ফের চড়াও হয়। আড়াআড়ি ব্যাটে সুইপ করে মিড উইকেট দিয়ে আরও একটা ছক্কা হাঁকিয়ে যায় বৈভব। সবমিলিয়ে নিজের ইনিংসের শুরুর ১০ বলের চারটিতেই ছক্কা হাঁকায় বৈভব সূর্যবংশী। ক্রিজে বৈভবের সঙ্গী হয়েছিল মুম্বইয়ের আয়ুশ মাহত্রে। বৈভব হাফসেঞ্চুরিতে পৌঁছয় মাত্র ৩২ বলে।
1️⃣3️⃣-year old on a rampage 😎
— Sony LIV (@SonyLIV) December 4, 2024
Vaibhav Suryavanshi is setting the field on 🔥 at Sharjah in #UAEvIND 💪
Cheer for #TeamIndia in the #ACCMensU19AsiaCup, LIVE NOW on #SonyLIV 📲 pic.twitter.com/HSz8aiTUiW
এই জুটি ভারতকে সহজেই ১০ উইকেটে জয় এনে দেয়। ভারতও সেমিতে কোয়ালিফাই করে ফেলে। ৩৬ বলে ৭৬ করে তিনটে বাউন্ডারি, হাফডজন ওভার বাউন্ডারির সাহায্যে সূর্যবংশী অপরাজিত থাকে ম্যাচে। চলতি টুর্নামেন্টে ভারত একমাত্র হার হজম করেছে প্ৰথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে।
দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার শারজায় ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। গত দু সপ্তাহে সূর্যবংশী লাইম লাইটে চড়েছেন চড়চড় করে। প্ৰথমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক ঘটিয়ে। তারপরে আইপিএল নিলামে রাজস্থান রয়্যালসের কাছ থেকে ১.১ কোটি টাকা দাম পেয়ে।
আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ তারকা হিসাবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইতিহাস গড়েছে বৈভব। পাকিস্তান এবং জাপানের বিপক্ষে রানের দেখা পায়নি বৈভব। দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২৪ করেছিলেন। তবে সেই আক্ষেপ সে মেটাল আরব আমিরশাহির বিপক্ষে।