Advertisment

Varun Chakravarthy-Champions Trophy: একদিনের ম্যাচে খেলার অভিজ্ঞতা নেই, তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণ?

Varun Chakravarthy is in Champions Trophy squad: এখনও পর্যন্ত একটাও একদিনের ম্যাচ খেলেননি বরুণ। তারপরও তিনি জাদেজা ও কুলদীপ যাদবের থেকে এগিয়ে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, Team India, India vs USA, t20 World Cup

Indian Cricket Team: ভারতীয় দল। (ফাইল ছবি)

Varun Chakravarthy is a top contender in Champions Trophy squad: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সুযোগ পাওয়ার ব্যাপারে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের চেয়ে এগিয়ে আছেন একটাও ওয়ান ডে না খেলা বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্পিনারের সংখ্যা বেশি রাখার কথা ভাবছে টিম ইন্ডিয়া। আর, তাতেই ঘুরেফিরে আসছে বরুণের নাম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার জন্য টিম ইন্ডিয়ার কাছে এখন বড় প্রশ্ন, ৫০-ওভারের টুর্নামেন্টে কী ধরনের স্পিনার রাখা হবে? সংযুক্ত আরব আমিরশাহিতে ভারত চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচগুলো খেলবে। আমিরশাহির পিচ স্পিন সহায়ক। সেই কারণেই দলে শক্তিশালী স্পিন ব্রিগেড রাখতে চাইছে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব ভারতের তুরুপের তাস হতে পারতেন। কিন্তু, তাঁর ফিটনেসের সমস্যা আছে। সেই কারণেই উঠে এসেছে বরুণ চক্রবর্তীর নাম। 

Advertisment

ভারতের কাছে অবশ্য ভালো স্পিনারের অভাব নেই। অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা বাঁহাতি স্পিনার হিসেবে নির্ভরযোগ্য জুটি। যাঁদের যে কোনও ফরম্যাটে খেলানো যায়। কিন্তু, তারপরও নির্বাচকরা এক্স-ফ্যাক্টর স্পিনারকেই খুঁজছেন। যে খেলার মাঝখানে আচমকা উইকেট নেবে। আবার প্রয়োজনে ব্যাটিংটাও করে দেবে। এক্ষেত্রে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত খেলেই আলোচনায় উঠে এসেছেন বরুণ চক্রবর্তী। রাজস্থানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে তামিলনাড়ু বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেছে। কিন্তু, তারপরও বরুণ চক্রবর্তী নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। একটি ম্যাচে নিয়েছেন ৫টি উইকেট। সব মিলিয়ে ৬ ম্যাচে নিয়েছেন ১৪টি উইকেট। উইকেট শিকারি হিসেবে শীর্ষস্থানে থেকে তিনি টুর্নামেন্টে দৌড় শেষ করেছেন।

চক্রবর্তী গত কয়েকটি আইপিএলে বেশ ভালো খেলেছেন। তারপর বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে ডাক পান। চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্য ভিন্ন ফরম্যাটের টুর্নামেন্ট। সবচেয়ে বড় কথা, বরুণ চক্রবর্তীর এখনও ওডিআই অভিষেকই হয়নি। তারপর, বিশ্বের সেরা ব্যাটারদের বিরুদ্ধে ৮-এর ওপর রান দিয়ে তিনি গত দুই আইপিএলে ২০টির বেশি উইকেট নিয়েছেন। এটাই তাঁর পক্ষে একটি প্লাস পয়েন্ট।

শেষবার বরুণ আইসিসি টুর্নামেন্ট খেলেছেন ২০২২-এ। সেটা, টি২০ বিশ্বকাপে ভারতের গ্রুপ-পর্যায় থেকে ছিটকে যাওয়ার সময়ে। তাঁর সেই টুর্নামেন্টে ব্যর্থতার পরই টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদবকে জাতীয় দলে ফেরায়। তবে, চক্রবর্তীর এবার প্লাস পয়েন্ট হল, ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর। এই গম্ভীরের মেন্টরশিপেই কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল জিতেছে। সেই দলে ছিলেন বরুণ। তারপর থেকেই গম্ভীরের সঙ্গে বরুণের সুসম্পর্ক গড়ে উঠেছে।

Advertisment

তবে গম্ভীর ইতিমধ্যেই লাল বলের ক্রিকেটে তাঁর ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছেন। তিনি আইপিএলে মেন্টর হিসেবে সাদা বলের টুর্নামেন্ট জিতে দেখিয়েছেন। আর, সেই দলের অস্ত্র ছিলেন বরুণ চক্রবর্তী। বরুণ অবশ্য কোনও রহস্যময় স্পিনার নন। তিনি শুধু পাটা উইকেটে খেলতে পারেন। উইকেট নিতে পারেন। এটাই তাঁর ক্যারিশমা।

আরও পড়ুন- 'যা বলেছি, ঠিক বলেছি,' গম্ভীরের আরও অন্ধকার দিক সামনে আনলেন মনোজ

তবে গম্ভীর ইতিমধ্যেই লাল বলের ক্রিকেটে তাঁর ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছেন। তিনি আইপিএলে মেন্টর হিসেবে সাদা বলের টুর্নামেন্ট জিতে দেখিয়েছেন। আর, সেই দলের অস্ত্র ছিলেন বরুণ চক্রবর্তী। বরুণ অবশ্য কোনও রহস্যময় স্পিনার নন। তিনি শুধু পাটা উইকেটে খেলতে পারেন। উইকেট নিতে পারেন। এটাই তাঁর ক্যারিশমা। আর, সেই ক্যারিশমার জোরেই রবিচন্দ্রন অশ্বিন পরবর্তী ভারতীয় ক্রিকেটে গম্ভীরের অস্ত্র হয়ে উঠতে পারেন বরুণ।

cricket Cricket News Champions Trophy Kuldeep Yadav Ravindra Jadeja UAE Axar Patel ICC Axar Patel
Advertisment