Advertisment

Venkatesh Iyer on knowing Shah Rukh Khan: চ্যাম্পিয়ন হওয়ার পর মায়ের সঙ্গে গিয়ে কথা বলেন শাহরুখ, বড় ঘটনা ফাঁস KKR সুপারস্টারের

KKR news: কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে কী করেছিলেন শাহরুখ, বড় তথ্য ফাঁস আইপিএল জয়ী তারকার। এবারও তিনি শাহরুখের দলে, আইপিএলের প্রতীক্ষায়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
shah-rukh-kkr

Venkatesh Iyer-Shah Rukh Khan: আইপিএল (IPL) ম্যাচের পর শাহরুখ খান এবং কেকেআর (বামে)। (ছবি- আইপিএল)

Venkatesh Iyer on knowing Shah Rukh Khan: শাহরুখ খানকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ভেঙ্কটেশ আইয়ার। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলে ছিলেন শাহরুখ। এবার তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। এই বিরাট অর্থে কেনার জন্য, ভেঙ্কটেশ এবারের আইপিএলের চতুর্থ দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। কেকেআরের অন্যতম মালিক মেগাস্টার শাহরুখ খান। তাঁকে দলের মালিক হিসেবে পেয়ে বেজায় খুশি ভেঙ্কটেশ।

Advertisment

শাহরুখের ব্যাপারে বলতে গিয়ে আইয়ার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'যখন আমি শাহরুখ স্যারের কথা ভাবি, আমার মুখে এমনিই হাসি চলে আসে। ওঁর ব্যক্তিত্বটাই এমন। একজন সুপারস্টারের এমন ব্যক্তিত্ব, ভাবাই যায় না। কিন্তু, উনি যে এতবড় সুপারস্টার, সেটা ওঁর কাছের লোকদের বুঝতেই দেন না। চারপাশের লোকেদের কাছে উনি যেন বড় ভাই। সবাই ওঁর সামনে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্যদের মত আমার কাছেও আগে শাহরুখ খানের একটা আলাদা ইমেজ ছিল। উনি শাহরুখ খান, মেগাস্টার। ওঁর সামনে দাঁড়ানোটাই বিরাট ব্যাপার। কিন্তু, উনি পরিবেশটাকে এতটাই ঠান্ডা আর বন্ধুত্বপূর্ণ রাখেন যে, মেলামেশায় কোনও অসুবিধাই হয় না। মন খুলে কথা বলা যায়। আইপিএলের সময়ই তো, আমাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। একটা ম্যাচের পর প্রায় ৪৫ মিনিট কথা বলেছিলেন। কোনও মালিক খেলোয়াড়দের সঙ্গে এতটা সময় কাটান না। কিন্তু, তিনি একদম আলাদা। ওই কথাবার্তা আমার চিরকাল মনে থাকবে।' 

আরও পড়ুন- বারবার ভুল তথ্য! রোহিতের সঙ্গে ধুন্ধুমার সংঘাত এবার শামির, টিম ইন্ডিয়ায় ভাঙন আড়াআড়ি

ভেঙ্কটেশ আরও বলেছেন, 'ফাইনালে আমার মা খেলা দেখতে এসেছিলেন। শাহরুখ স্যার ওঁর সঙ্গেও কথা বলেছেন। আমার প্রশংসা করেছেন। মাকে বলেছেন, খুব ভালো ছেলে। সেটা শুনে মায়ের চোখে যে আনন্দ দেখেছি, জীবনে ভুলতে পারব না। আমি এখন গোটা বিশ্বের কাছে বলতে পারি, শাহরুখ খানকে চিনি। যখন ওঁর সঙ্গে সময় কাটিয়েছি, সেই মুহূর্তটা জীবনের সবচেয়ে বড় মুহূর্ত বলে মনে হয়। উনি এতটাই সরল এবং সবাইকে আনন্দে রাখেন যে, সবাই শাহরুখ খানকে ভালোবাসে। তাঁর প্রশংসা করে।'

KKR Kolkata Knight Riders IPL Shah Rukh khan ipl auction Venkatesh Iyer
Advertisment