/indian-express-bangla/media/media_files/2025/04/03/p8s9pVUw5HBY3c4opFI0.jpg)
Venkatesh Iyer-KKR: কেকেআরের সতীর্থদের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার। (ছবি- আইপিএল)
Venkatesh Iyer Shuts Down Critics with a Stunning 60 Against SRH: এবারের আইপিএল নিলামে তাঁকে বিপুল অর্থে নিয়েছে কেকেআর। কিন্তু, গত দুটি ম্যাচে কেকেআর হেরে যাওয়ায় এবং তিনি তেমন কিছু করতে না পারায় কড়া সমালোচনার মুখে পড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। সেই সমালোচনার জবাব এবার ব্যাটেই দিলেন কেকেআর তারকা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে বৃহস্পতিবার, ৩ এপ্রিল- ঝোড়ো ৬০ রান তুললেন কেকেআরের বেঙ্কটেশ।
নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের আইপিএল (IPL 2025) মরশুমে শুরুটা ভালো হয়নি এই তারকার। দুই ম্যাচে মাত্র নয় রান করেছিলেন। আর, তাতেই উপচে পড়েছিল সমালোচনার ঢেউ। সেই সমালোচনার জবাব ব্যাটেই দিলেন ভেঙ্কটেশ। বৃহস্পতিবার, ৩ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে তিনি ৬০ রানের অসাধারণ ইনিংস খেলেন। মেরেছেন ৭টি চার এবং ৩টি ছয়।
এই দুর্দান্ত ইনিংস খেলার পর ভেঙ্কটেশকে বিসিসিআইয়ের গুণগান করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, 'বিসিসিআই সবার জন্য ঘরোয়া ক্রিকেট খেলাটা বাধ্যতামূলক করেছে। এতে বিরাট সাহায্য পেয়েছি। আমরা ভালো বোলারদের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারছি। অনেক ভালো বোলারও উঠে আসছে। তাঁদের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, এটাও একটা ভালো দিক।'
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 3, 2025
With a scintillating final flourish, #KKR rocket to 2⃣0⃣0⃣ / 6⃣ after 20 overs 🔥
Stay tuned for #SRH's chase ⌛
Updates ▶ https://t.co/jahSPzdeys#TATAIPL | #KKRvSRH | @KKRiderspic.twitter.com/O8hEFE7BGV
গত আইপিএলে কেকেআর (KKR) মিচেল স্টার্ককে ২৪ কোটি টাকায় কিনেছিল। কিন্তু, তাঁর পাওয়া অর্থ অনুযায়ী খেলতে পারেননি। সেই সময় প্রত্যেক বলপিছু তিনি কত টাকা পাচ্ছেন, সেই হিসেবও করতেন অনেকেই। স্টার্কের বলে বাউন্ডারি মারলেই, সেই বাউন্ডারির দাম নিয়ে সরগরম হত সোশ্যাল মিডিয়া। তবে, শুধু স্টার্কই নন। প্যাট কামিন্স থেকে শুরু করে ঋষভ পন্থ- আইপিএলে যাঁরাই আকাশছোঁয়া দাম পেয়েছেন, তাঁদেরই পারফরম্যান্স নিয়ে প্রতিমুহূর্তে কাটাছেঁড়া হয়েছে। এমন অভিজ্ঞতার মুখে পড়েছেন, এই ক্রিকেটারদের তালিকাটাও কিন্তু বেশ লম্বা।
আরও পড়ুন- ফুটবলের রাজপুত্র মারাদোনার মৃত্যুর আসল কারণটা কী? বিতর্ক তুলে দিল ময়নাতদন্তের রিপোর্ট
এই তালিকায় সর্বশেষ সংযোজন বেঙ্কটেশ আইয়ার। আইপিএল চ্যাম্পিয়নদের এবারের দলে তিনিই সবচেয়ে দামি প্লেয়ার। তাঁকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে নাইট রাইডার্স। চলতি আইপিএলে তিন ম্যাচে ব্যর্থ বেঙ্কটেশকে তাই কাঠগড়ায় তোলা শুরু হয়ে গিয়েছে। নাইটদের মেন্টর ডোয়েন ব্র্যাভো তার মধ্যে বুধবার অবশ্য ভেঙ্কটেশের পাশে দাঁড়ান। তিনি জানিয়েছেন, বেঙ্কি কিংবা রিঙ্কু সিংরা যে কোনও দিন ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। ব্রাভো যে কিছু ভুল বলেননি, বৃহস্পতিবারই যেন তা প্রমাণ করে ছাড়লেন কেকেআর তারকা। এদিন তিনি ২৫ বলে হাফসেঞ্চুরি করেন। ভালো খেললেন রিঙ্কুও। তিনি ১৭ বলে ৩২ রানে অপরাজিত রইলেন।