/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/Harbhajan-Singh-with-girl.jpg)
হরভজনের অবিকল অ্যাকশন (টুইটার)
বাড়িতে খেলছেন কিশোরী। ক্রিকেট। বাড়ির খেলাতেই বোলিং করছে সে। তবে অ্যাকশন দেখেই চমকে উঠল নেটদুনিয়া। অবিকল হরভজন সিং! সেই রাউন্ড আর্ম অ্যাকশন। কবজির মোচড়। ভিডিওর সঙ্গে ধারাভাষ্যও শোনা যাচ্ছে, যা কেবলই ভাজ্জি-ময়। হরভজনকে অ্যাকশনের নকল করে বানানো সেই কিশোরীর ভিডিও আপাতত নেটপাড়ার ভাইরাল।
তারকা ক্রিকেটার বহু স্পিনারকে অনুপ্রেরণা জুগিয়েছেন। উঠতি স্পিনারদের অনেকেরই ফেভারিটের তালিকায় তিনি শীর্ষে। তবে এভাবে যে বোলিং অ্য়াকশনের মাধ্যমে কিশোরী ক্রিকেটারদেরও দিল জিতে নেবেন ভাজ্জি, তা বোধহয় তিনিও ভাবেননি। বুধবারেই ধারাভাষ্যকার আকাশ চোপড়া একটি ভিডিও টুইট করেন। সেখানেই ১৫ সেকেন্ডের সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, "হাই হরভজন সিং, মনে হয় আপনি এই কিশোরীর অনুপ্রেরণা। যেমনটা দেশের বহু উঠতি স্পিনারের।"
Hey @harbhajan_singh, looks like you’re her inspiration....like a lot of other aspiring spinners in the country ☺️???????? #AakashVanipic.twitter.com/Oy6IxV4Zdb
— Aakash Chopra (@cricketaakash) October 23, 2019
আরও পড়ুন জন্টিকে দক্ষিণ আফ্রিকা দলে যোগ দিতে বললেন হরভজন
পরে কিশোরীর বোলিং অ্যাকশনের প্রশংসা করে আকাশ চোপড়া আরও লেখেন, "পুরোপুরি হরভজনের মতো বোলিং অ্যাকশন। হরভজন সিং ২.০।" সমর্থকরা যদিও কিশোরীর বোলিং অ্যাকশনের সঙ্গে জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনেরও সাদৃশ্য খুঁজে পেয়েছেন। ঘটনাচক্রে, ভারতের সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে হরভজন সিং ও আকাশ চোপড়া দুজনকেই হিন্দিতে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে।
আরও পড়ুন এবার রুপোলি পর্দায় হরভজন সিং ও ইরফান পাঠান
ভারত নভেম্বরের ৩ তারিখেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে অংশ নিচ্ছে। তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলার পরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ভারত বাংলাদেশের বিপক্ষে।
Read the full article in ENGLISH