Vaibhav Suryavanshi age fake controversy: রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী IPL-এ সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড গড়েছেন। মাত্র ১৪ বছর বয়সী এই বিহারের ব্যাটার তাঁর তৃতীয় ম্যাচেই ৩৫ বলে শতরান হাঁকিয়ে ইতিহাস তৈরি করেছেন। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে তিনি নজির গড়েছেন। তাঁর বয়স নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে, আর এবার ভারতীয় অলিম্পিয়ান বক্সার বিজেন্দর সিংও এই বিতর্ককে আরও উসকে দিয়েছেন।
বিজেন্দর সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে ইন্টারনেটে তোলপাড় ফেলে দিয়েছেন, যেখানে তিনি ক্রিকেটে বয়স জালিয়াতির প্রশ্ন তুলেছেন। এই পোস্টটি ঠিক তখনই সামনে এসেছে যখন রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এ কারণে তিনি দেশজুড়ে শিরোনামে ও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।
বয়স জালিয়াতি বলতে খেলোয়াড়ের প্রকৃত বয়স ভাঁড়িয়ে কমানো বা বাড়ানোকে বোঝায়। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে, বিশেষ করে জুনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তবে সূর্যবংশী বা অন্য কোনও তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে আইন ভাঙার কোনও প্রমাণ নেই। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) এর বিরুদ্ধে কঠোর নিয়ম চালু রেখেছে এবং সাম্প্রতিক সময়ে এই বিষয়ে কড়া পদক্ষেপ করেছে।
আরও পড়ুন বয়স ভাঁড়িয়েছেন বৈভব? ১৪ না ১৫ বছর তর্কের মধ্যেই Viral Video ঘিরে জোর শোরগোল
অলিম্পিক পদকজয়ী বিজেন্দর সিং X (আগের টুইটার)-এ একটি চিন্তার ইমোজি দিয়ে লিখেছেন, “ভাই, আজকাল বয়স কমিয়ে ক্রিকেটেও খেলতে শুরু করেছে নাকি?” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, যিনি আইপিএলে খেলতে নামা এবং সেঞ্চুরি হাঁকানো সবচেয়ে কমবয়সী ক্রিকেটার।
১৪ বছর বয়সী সূর্যবংশী গত সোমবার জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি দিয়ে একাধিক রেকর্ড ভেঙেছেন। যেখানে তাঁর প্রতিভার প্রশংসা করেছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার, সেখানে কিছু মানুষ তার অসাধারণ দক্ষতাকে উপেক্ষা করে 'বয়স জালিয়াতি' প্রসঙ্গকে বড় করে তুলতে চাইছেন। একজন ইউজার X-এ পোস্ট করেছেন, "যদি বৈভব সত্যিই বয়স জালিয়াতি করে থাকেও, তাও ১৫-১৬ বছর বয়সে এত দুর্দান্ত পাওয়ার-হিটিং অবিশ্বাস্য!"
আরও পড়ুন বৈভবের সাফল্যে হিংসায় জ্বলছেন শুভমান! গুজরাট ক্যাপ্টেনকে তেড়ে আক্রমণ জাডেজার