Vaibhav Suryavanshi: বয়স ভাঁড়িয়েছেন বৈভব? ১৪ না ১৫ বছর তর্কের মধ্যেই Viral Video ঘিরে জোর শোরগোল

Vaibhav Suryavanshi age controversy: এক পক্ষ দাবি করছে যে, বৈভব সূর্যবংশী বয়স ভাঁড়িয়েছেন, অর্থাৎ তিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে নিজের বয়স কম দেখিয়েছেন।

Vaibhav Suryavanshi age controversy: এক পক্ষ দাবি করছে যে, বৈভব সূর্যবংশী বয়স ভাঁড়িয়েছেন, অর্থাৎ তিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে নিজের বয়স কম দেখিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi Age proof: বৈভবের বয়স নিয়ে বিতর্ক শুরু হয়েছে

Vaibhav Suryavanshi Age proof: বৈভবের বয়স নিয়ে বিতর্ক শুরু হয়েছে

Vaibhav Suryavanshi fake age claims: বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে বৈভব সূর্যবংশী-র নামই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংবাদমাধ্যম, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া—সব জায়গায় ১৪ বছর বয়সী এই বিস্ময় কিশোরের জয়গান চলছে। ২৮ এপ্রিল IPL 2025-এ ৩৫ বলে শতরান করে তিনি একাধিক রেকর্ড গড়েছেন। তবে এরই মধ্যে তাঁর বয়স নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Advertisment

এক পক্ষ দাবি করছে যে, বৈভব সূর্যবংশী বয়স ভাঁড়িয়েছেন, অর্থাৎ তিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে নিজের বয়স কম দেখিয়েছেন। তাঁদের মতে, বৈভব ১৪ বছর বয়সী হতে পারেন না। এরই মধ্যে বৈভবের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজেকে ১৪ বছর বয়সী বলে উল্লেখ করেছেন।

এক বছর পুরনো এই ভিডিওতে যখন বৈভবকে তাঁর বয়স সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর-এ তিনি ১৪ বছর পূর্ণ করবেন। সেই হিসাব অনুযায়ী, তাঁর বয়স ১৫ বছরের বেশি হওয়া উচিত। ক্রিকইনফো-তে তাঁর জন্মতারিখ ২৭ মার্চ ২০১১ লেখা রয়েছে।

Advertisment

আরও পড়ুন বৈভবের একের পর এক ছক্কা দেখে ফিদা! সুন্দরী ফ্যান গার্লের Video Viral

কোচের আশা ও মুখ্যমন্ত্রীর পুরস্কার

বৈভব সূর্যবংশীর শৈশবের কোচ মণীশ ওঝা আশাবাদী যে তাঁর ছাত্র এক-দুই বছরের মধ্যে ভারতীয় টি-২০ দলে জায়গা করে নেবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তো বৈভবের প্রশংসায় পঞ্চমুখ, এবং তিনি লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করেছেন। মণীশ ওঝা বলেছেন, “একজন কোচ হিসেবে এটি আমার জন্য গর্বের মুহূর্ত। বিহার যেহেতু খেলাধুলায় খুব শক্তিশালী নয়, তাই এটি সূর্যের কিরণের মতো। সে অনেককে অনুপ্রাণিত করেছে এবং বিহারকে ভারতের ক্রিকেট মানচিত্রে স্থান দিয়েছে।”

আরও পড়ুন বৈভবের প্রথম IPL ট্রফি এবং ধোনির বিদায়! তাহলে কি সত্যি হবে সঞ্জু স্যামসনের ভবিষ্যদ্বাণী?

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান

২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রান করে ১৪ বছর ৩২ দিন বয়সে বৈভব আইপিএলের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ড গড়েছেন। তিনি বলেছেন, “আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে যদি আমি এভাবেই খেলতে থাকি, তাহলে এক-দুই বছরের মধ্যে ভারতীয় টি-২০ দলে জায়গা করে নিতে পারব।” বৈভব সূর্যবংশীর এই উত্থান নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায় রচনা করেছে!

আরও পড়ুন বৈভবের শতরানে খুশি নন স্য়ামসন? জানালেন না অভিবাদনও, ভাইরাল ভিডিও

IPL 2025 Vaibhav Suryavanshi