Vince slams ECB for favouring IPL: পিএসএলের চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য ইসিবির সমালোচনায় মুখর হলেন জেমস ভিন্স। গত সপ্তাহে ভিন্স পিএসএলে খেলার জন্য প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৩৩ বছর বয়সি ভিন্সকে পিএসএল নিলামের আগে করাচি কিংস ধরে রেখেছিল। কিন্তু ২০২৪ সালের নভেম্বরে, ইসিবি জানায় এই মরশুমে এপ্রিল-মে মাসে হতে চলা পিএসএলে খেলার জন্য তারা কোনও ফরম্যাটের খেলোয়াড়দেরকেই এনওসি দেবে না। কারণ, তাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রাথমিক রাউন্ডের অসুবিধা হচ্ছে।
এরপরই ভিন্স অবসর নিতে বাধ্য হন। তিনি বলেন, 'যখন ওরা প্রথমবার এটা জানাল, ততক্ষণে খেলোয়াড়দের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। পিএসএল নিয়ে অনেক আলোচনা হয়ে গিয়েছে। ইসিবির কথা শুনে মনে হচ্ছিল, তাদের এই সব সিদ্ধান্ত মানুষকে ক্ষুব্ধ করবে। লাল বলের ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেবে।' এতে খেলোয়াড়দের সুযোগ কমল। খেলোয়াড়রা এতে হতাশ। এই ব্যাপারটা আমিও ঠিকমতো বুঝতে পারলাম না।'
৩৩ বছর বয়সি ভিন্স বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে আইএলটি২০ টুর্নামেন্টে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন। এই মরসুমে পিএসএল, আইপিএল এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপের সঙ্গেই হবে। এব্যাপারে ভিন্স বলেন, 'এতে বিভ্রান্তি বাড়বে। এটা ইসিবি, পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে দূরত্বই বাড়াচ্ছে। পিএসএল একটি ছোট প্রতিযোগিতা। তাই সেখানে খেললে যতগুলো ঘরোয়া ক্রিকেট মিস হবে, আইপিএলে খেললে বেশি হবে। ইসিবির এই ফতোয়া জারি তাই ঠিক হয়নি।'
ইংল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট খেলা ভিন্স দীর্ঘদিন ধরে হ্যাম্পশায়ারের অধিনায়ক এবং দলের হয়ে ১৫ বছর ধরে ১৯৭টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন। ৯২ বার অধিনায়কত্ব করেছেন। এই ব্যাপারে ভিন্স বলেন, 'আমি হ্যাম্পশায়ারকে ভালোবাসি। ১৬ বছর ধরে আমার ক্লাবই আমার বাড়ি। তাই আমি টি২০ ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে আমার সেরাটা দিতে চাই। আশা করি আমাদের সাফল্য আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আমার পরিবারের জন্য কী সবচেয়ে ভালো তা বুঝতে হবে।'
আরও খবর- কেন বারবার তাঁকে জাতীয় দলে নেওয়ার অনুরোধ করছিলেন, এতদিনে ফাঁস করলেন শামি
ভিন্স বলেন, 'আমাদের ছেলেরা এখন সাদা বলের ক্রিকেট খেলে ভালো অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছে। সেটা লাল বলের ক্রিকেটের চেয়ে অনেক বেশি। সেই কারণে আমার মনে হয়, আরও বেশিসংখ্যক খেলোয়াড় সাদা বলের ক্রিকেট খেলবে।'